নতুন দায়িত্বে পিটি ঊষা।
ইতিহাস গড়লেন পিটি ঊষা। ভারতীয় অলিম্পিক্স সংস্থায় প্রথম মহিলা সভাপতি হলেন ঊষা। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদে বসতে চলেছেন। ভারতীয় অলিম্পিক্স সংস্থায় তাঁর সভাপতি হওয়া একপ্রকার নিশ্চিত ছিল। অবশেষে শনিবার সেই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।
শনিবার, ১০ ডিসেম্বর সভাপতি পদে নির্বাচন ছিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২৭ নভেম্বর ছিল। নির্বাচনের রিটার্নিং অফিসার উমেশ সিন্হা জানিয়েছিলেন, সভাপতি পদে পিটি ঊষা ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অলিম্পিক্স সংস্থার ‘পাওলি এক্সপ্রেস’-এর সভাপতি হওয়া নিশ্চিত ছিল।
আরও পড়ুন:
মুসলমান কন্যাদের ক্ষেত্রেও বিয়ের ন্যূনতম বয়স হোক ১৮ বছর, শীর্ষ আদালতে জাতীয় মহিলা কমিশনের আবেদন
কলকাতার বিরিয়ানির স্বাদ কোলাঘাটেও মিলবে, আমিনিয়া এ বার নতুন শাখা খুলল জাতীয় সড়কের উপরে
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু গত ২৭ নভেম্বরই ঊষাকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী টুইটে লিখেছিলেন, ‘‘দেশের অলিম্পিক্স সংস্থার সভাপতি নির্বাচিত হওয়ার জন্য বিশিষ্ট ক্রীড়াবিদ পিটি ঊষাকে শুভেচ্ছা জানাই। অলিম্পিক্স সংস্থায় আরও যে সব ক্রীড়াব্যক্তিত্ব এলেন তাঁদেরও অনেক শুভেচ্ছা। সবাইকে নিয়ে গর্বিত।’’
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৩০: সাহেব মারতে ঠাকুরবাড়িতে বোমাও তৈরি হয়েছিল
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-২৮: অনুপুষ্টিতে ভরপুর পুঁটিমাছ ছোটদের দৃষ্টিশক্তির বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ
ভারতের অন্যতম সেরা মহিলা ক্রীড়াবিদ পিটি ঊষা। ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ৪০০ মিটার হার্ডলসের ফাইনালে চতুর্থ হয়েছিলেন তিনি। ঊষা এশিয়ান গেমসে ১১টি পদক জিতেছিলেন ১৯৮২ থেকে ১৯৯৪ সালের মধ্যে। সেই ১১টি পদকের মধ্যে চারটি সোনা ছিল। ১৯৮৬ সালের সোল এশিয়ান গেমসেও তিনি নজর কেড়েছিলেন। সোনা জিতেছিলেন ২০০ মিটার, ৪০০ মিটার, ৪০০ মিটার হার্ডলসে এবং ৪ X ৪০০ মিটার রিলে রেসে। ১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসেও ভালো ফল করেছিলেন তিনি। ঊষা ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়ে পদক জিতেছিলেন।