শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


আর মাধবন ও বেদান্ত

একজন সফল অভিনেতার পাশাপাশি মাধবন একজন গর্বিত বাবাও। ভুবনেশ্বরে অনুষ্ঠিত ৪৮তম জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার ফ্রি স্টাইল সাঁতরে স্বর্ণপদক জিতেছেন মাধবন-পুত্র বেদান্ত। ১৬ মিনিটেই ৭৮০ মিটার অতিক্রম করে সাঁতরে জাতীয় রেকর্ড ভেঙেছেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে এই সাফল্যে গর্বিত মাধবনের পরিবার। সম্প্রতি অভিনেতা মাধবন একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে, বেদান্তের জেতার আগের টানটান মুহূর্ত ধরা পড়েছে। ভিডিয়োর ক্যা পশনে তিনি লিখেছেন, ‘কখনও বলবে না যে হবে না। ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ন্যাাশনাল জুনিয়র রেকর্ড ভাঙল।’
নিজের রাজ্যের আরেক প্রতিযোগী অদ্বৈত পেজের রেকর্ডটি মুছে ফেলতে সক্ষম হয়েছে বেদান্ত। বেদান্ত দেশে এবং বিদেশে এর আগে সাঁতার প্রতিযোগিতায় একাধিক পদক জিতেছে। কয়েক মাস আগেই কোপেনহেগেন ড্যানিশ ওপেন সুইমিং মিটে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিল বেদান্ত। পুরুষদের ৮০০ মিটারফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি।
১৫০০ মিটার ফ্রিস্টাইলের জাতীয় জুনিয়র রেকর্ড ভাঙার ভিডিও শেয়ার করেছেন মাধবন। সেই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষ। শুভেচ্ছা জানিয়েছেন বলিউড-সতীর্থ প্রিয়ঙ্কা চোপড়া এবং কঙ্গনা রানাউতও।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই, দুবাইতে যান মাধবন এবং তাঁর স্ত্রী সরিতা, যাতে বেদান্ত আরও ভালো সুইমিং পুলে অনুশীলন করতে পারে। তাঁর ফলাফলও পেলেন হাতেনাতে।


Skip to content