বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ভিয়েতনামে দু’টি প্রদর্শনী ম্যাচের জন্য দল ঘোষণা করল ভারত। দিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ। আগামী ২০ সেপ্টেম্বর ২৩ সদস্যের ভারতীয় দল রওনা দেবে ভিয়েতনামের উদ্দেশে। ভারত সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে খেলবে। ম্যাচ দুটি হবে আগামী ২৪ এবং ২৭ নভেম্বর। এই দুটি ম্যাচেই কোনও বাঙালি ফুটবলার সুযোগ পাননি। শুভাশিস বসু, প্রীতম কোটাল কেউই সুযোগ পাননি। চোটের নেই রহিম আলিও।
ফিফার নির্বাসনের জন্য আশঙ্কা করা হচ্ছিল ভিয়েতনাম সফরে আদৌ ভারত যাবে কি না। যদিও পরে এআইএফএফ জানিয়ে দেয় সফর হবে। সেই মতো শুক্রবার দল ঘোষণা করা হয়। ত্রিদেশীয় এই প্রতিযোগিতার অংশগ্রহণকারী হিসাবে ভারত ন্যুনতম ১০ হাজার ডলার পাবে। চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার ডলার। আর রানার্স দল পাবে ২০ হাজার ডলার।
আরও পড়ুন:

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনে পুজোর আগেই প্রাথমিকে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করে ১৮৭ জনকে ইন্টারভিউয়ে ডাক

বিদেশেও সংকট, অজয় দেবগনের ‘থ্যাঙ্ক গড’কে নিষিদ্ধ ঘোষণা কুয়েত সেন্সর বোর্ডের

কোচ স্তিমাচ জানান, “এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সেটা বুঝে নেওয়ার বড় সুযোগ হল এই প্রতিযোগিতা। আমরা খুশি। এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পর আমরা এই সফরের অপেক্ষায় ছিলাম।” ক্রোয়েশিয়ার কোচ স্তিমাচ জানিয়েছেন, চোটের জন্য সুরেশ সিংহ, প্রভসুখন গিল, লক্ষ্মীকান্ত কাট্টিমানি, রাহুল ভেকে এবং রহিম আলি খেলতে পারবেন না।
হুং থিন ফ্রেন্ডলি ফুটবল প্রতিযোগিতায় ভারতীয় দলে রয়েছেন: ধীরজ সিংহ, গুরপ্রীত সিংহ সান্ধু, অমরিন্দর সিংহ, সন্দেশ জিঙ্ঘন, আনোয়ার আলি, রোশন সিংহ, আকাশ মিশ্র, হরমনজ্যোৎ খাবরা, আশিক কুরুনিয়ান, চিংলেসানা সিংহ, নরেন্দ্র গেহলোত, লিস্টন কোলাসো, উদান্তা সিংহ, অনিরুদ্ধ থাপা, জিকসন সিংহ, দীপক টাংরি, ইশান পন্ডিতা, ব্রেন্ডন ফের্নান্দেস, ইয়াসির মহম্মদ, রাহুল প্রবীণ, লালিয়ানজুয়ালা ছাংতে, সাহাল সামাদ, বিক্রমপ্রতাপ সিংহ এবং সুনীল ছেত্রী।

Skip to content