বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


মাসে ৮ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬৫৭ টাকা দেননি সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তাই ভারতীয় ক্রিকেটের তারকা খেলোয়াড়রা টুইটারের বিশেষ তকমা হারালেন। সাইনা নেহওয়ালরাও, সানিয়া মির্জা, নীরজ চোপড়াও এই বিশেষ তকমা হারিয়েছেন।
তবে শুধু ভারতীয় তারকারাই নন, লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, টাইগার উডস, রজার ফেডেরার, রাফায়েল নাদালও টুইটারের ওই বিশেষ তকমা হারিয়েছেন। অবশ্য নোভাক জোকোভিচের টুইটার অ্যাকাউন্টে এখনও ব্লু টিক রয়েছে।
আরও পড়ুন:

বাদশা তাঁর নতুন গানে শিবঠাকুরকে অপমান করেছেন! আইনি জটে ফাঁসলেন র‍্যাপার

ডায়াবিটিসে আক্রান্ত? চায়ের সঙ্গে ঠিক কী মিশিয়ে খেলে সমস্যা কমতে পারে, জানাচ্ছে গবেষণা

এই টুইটার অ্যাকাউন্টটি কি সচিন তেন্ডুলকর? কোনটি বিরাট কোহলির টুইটার অ্যাকাউন্ট—এ বার ক্রিকেটপ্রেমীদের খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পড়ল। টুইটারের নতুন নিয়ম অনুযায়ী, কেউ যদি তাঁর টুইটার অ্যাকাউন্টে ‘ব্লু টিক’ চিহ্ন রাখতে চান তাহলে এর জন্য প্রতি মাসে দিতে হবে ৮ ডলার বা ৬৫৭ টাকা খরচ করতে হবে। তা না করলে ওই অ্যাকাউন্ট আর ভেরিফায়েড হিসেবে থাকবে না। তাই টুইটারের নতুন নিয়ম অনুযায়ী, যাঁরা টাকা মেটাননি, তাঁদের অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার ‘ব্লু টিক’ সরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:

শীর্ষ আদালতের পরীক্ষায় উত্তীর্ণ, প্রথম দৃষ্টিহীন ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হলেন এন বিশাখামূর্তি

তিলোত্তমার মুকুটে নয়া পালক! নিউ ইয়র্ক, লন্ডন, টোকিয়োর সঙ্গে জোর টক্কর, ধনী শহরের তকমা পেল কলকাতা

এখন থেকে যাঁরা টাকা দিয়ে ‘ব্লু টিক’ পরিষেবা নেবেন, শুধু তাঁদের নামের পাশেই ‘ব্লু টিক’ চিহ্ন বসবে। তিন লক্ষ টুইটার ব্যবহারকারীর নামের পাশে ব্লু টিক থাকত। সেই তালিকায় ছিলেন অভিনেতা-অভিনেত্রী, রাজনীতিবিদ, ক্রীড়াবিদ থেকে সাংবাদিক। এই মুহূর্তে প্রায় অর্ধেকেরও বেশি নামের পাশ থেকে ‘ব্লু টিক’ চিহ্ন সংস্থাটি সরিয়ে দিয়েছ। ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করার পর এই নিয়ম নতুন চালু হয়েছে।

Skip to content