শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র

একটি দুটি নয়, এশিয়া কাপের ফাইনালে ৬ উইকেট প্রাপ্তি। আর এর জেরে সিরাজের রেটিং পয়েন্ট বেড়ে গিয়েছে। তাই এক লাফে তিনি শীর্ষে পৌঁছে গিয়েছেন। মহম্মদ সিরাজের মোট প্রাপ্ত পয়েন্ট ৬৯৪। দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যাজলউড। তাঁর পয়েন্ট ৬৭৮। নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট রয়েছেন তিন নম্বরে। তাঁর পয়েন্ট ৬৭৭। চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান এবং রশিদ খান। মুজিবের পয়েন্ট ৬৫৭, আর রশিদের পয়েন্ট ৬৫৫।
আরও এক জন ভারতীয় বোলারদের তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন। তিনি হলেন কুলদীপ যাদব। এই বোলার এশিয়া কাপে সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন। তবে সিরিজের সেরার হলেও কুলদীপ তিন ধাপ নেমে গিয়েছেন। এখন তিনি নবম স্থানে রয়েছেন। তাঁর প্রাপ্ত পয়েন্ট ৬৩৮। যশপ্রীত বুমরা পয়েন্ট ৫৫৫। তিনি রয়েছেন ২৭ নম্বরে।
আরও পড়ুন:

ভাঙা হবে ৪০০ কোটি টাকায় বিক্রি হওয়া দেব আনন্দের বাসভবন, এই বাংলোর জায়গায় কী তৈরি হবে?

রিভিউ: হোচি পারবে কুমুদিনী ভবনের রহস্যের পর্দা ফাঁস করতে?

এশিয়া কাপের ফলাফলের পরে ব্যাটারদের তালিকায় বিরাট কোহলি এক ধাপ উঠে এসেছেন। তিনি এখন আট নম্বরে রয়েছেন। তালিকায় রোহিত শর্মা দশম স্থানে আছেন। ভারতীয় ওপেনার শুভমন গিল রয়েছেন দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে আছেন পাকিস্তানের বাবর আজম। অন্যদিকে, অলরাউন্ডার তালিকায় প্রথম দশে ভারতীয় রয়েছেন। তিনি হলেন ভারতের সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তিনি তালিকায় ছ’নম্বরে রয়েছেন।

Skip to content