বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


প্যারিস সঁ জরমঁর হয়ে এই গোল করে নজির গড়েছেন মেসি।

ক্লাব ফুটবলে ৭০০তম গোল করার নজির গড়লেন লিয়োনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরে দ্বিতীয় ফুটবলার হিসাবে এমএল টেন এই মাইলস্টোন ছুঁলেন। রবিবার লিয়ো লিগ ওয়ানে প্যারিস সঁ জরমঁর হয়ে মার্সেইয়ের বিরুদ্ধে এই গোল করেন।
মেসি ২৯ মিনিটের মাথায় গোল করে এই নজির গড়েন। সতীর্থ এমবাপের পাস ধরে বাঁ পায়ে এই গোল করেন তিনি। এমএল টেন বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল করেছেন। অন্যদিকে লিয়ো পিএসজির হয়ে ২৮তম গোল করলেন।
আরও পড়ুন:

৭টি কারণে শুধু চিৎ হয়েই ঘুমোবেন, রোজ রোজ এ ভাবে শুলে কী প্রভাব পড়ে শরীরে?

পর্ব-১৬: বয়স হয়েছে তাই ওজন কমে যাচ্ছে— এই ধারণা কি আদৌ ঠিক?

তবে তিনি রোনাল্ডোর পরে ৭০০ গোল করলেও মেসির সামনে যথেষ্ট সুযোগ রয়েছে রোনাল্ডোকে টপকে যাওয়ার। রোনাল্ডো তাঁর ৭০০তম গোল করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় পর্বে।

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৪: সুন্দরবনের সুন্দর কাঁকড়া

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৮: হৃদয়মন্দিরে মন শুদ্ধ করে দেবতা প্রতিষ্ঠা করলে তবেই তো দেবতার পুজো হবে

এখন ম্যাঞ্চেস্টার ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে চলে গিয়েছেন সিআর৭। অর্থাৎ, রোনাল্ডো আর ইউরোপীয় ফুটবলে নেই। সিআর৭ যখন ইউরোপীয় ফুটবল ছাড়েন তখন তাঁর মোট গোলের সংখ্যা ছিল ৭০১টি। পিএসজির হয়ে আর মাত্র ২টি গোল করলেই ইউরোপীয় ক্লাব ফুটবলে রোনাল্ডোকে ছাপিয়ে সর্বাধিক গোলের মালিক হবেন মেসি।

Skip to content