শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সঙ্কটজনক অবস্থায় পেলে।

পেলের শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক। ব্রাজিলের সংবাদপত্র ‘ফোলহা ডে সাও পাওলো’ এমনই জানিয়েছে। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, পেলের শরীরে আর কেমোথেরাপি কাজ করছে না। চিকিৎসায় সাড়াও পাওয়া যাচ্ছে না। ব্রাজিলের হয়ে তিন বার বিশ্বকাপ জেতা ফুটবলারকে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ রাখা হয়েছে।
বিশ্বকাপের মাঝেই উদ্বিগ্ন পেলের স্বাস্থ্য নিয়ে টুইট করেছেন। টুইট করে নেমার পেলের সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেছেন। নেমার লিখেছেন, ‘‘পেলে মলাশয়ের ক্যানসারে আক্রান্ত। তবে তিনি কেমোথেরাপিতে আর সাড়া দিচ্ছেন না। যন্ত্রণা ও শ্বাসকষ্টের জন্য প্যালিয়াটিভ কেয়ারে তাঁকে রাখা হয়েছে। পেলের ক্যানসারের আর চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তাঁর ফুসফুস এবং লিভারেরও সমস্যা হচ্ছে। আমি ফুটবল সম্রাটের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছি।’’
আরও পড়ুন:

সাজকাহন: স্টাইলিশ শাড়ি পরার হরেক কায়দা আছে, কিন্তু এ ভাবে শাড়ি পরা যায়, জানতেন?

শীতলতম দিন! কলকাতায় এক ধাক্কায় অনেকটাই পারদ পতন, দু’দিনে আরও কমবে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া দফতরের

 

প্যালিয়াটিভ কেয়ার কী?

মূলত কোনও রোগীর শরীরে যখন আর চিকিৎসা কাজ করে না, সেই অবস্থায় তাঁকে এই প্যালিয়াটিভ কেয়ারে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্যালিয়াটিভ কেয়ারে রেখে সাধারণত রোগীর উপসর্গের উপশম করার চেষ্টা করা হয়। অর্থাৎ, রোগী বেঁচে যত দিন বেঁচে থাকবেন তত দিন যাতে আরামে থাকতে পারেন তারই বন্দোবস্ত রয়েছে প্যালিয়াটিভ কেয়ারে।
প্যালিয়াটিভ কেয়ারে রোগীকে রাখার অর্থ এই নয় যে, তিনি আর বেশি দিন বাঁচবেন না। ক্ষেত্রে বিশেষে এই ব্যবস্থায় রোগী এক বছরও বেশি বাঁচতে পারেন। যদিও এটা নির্ভর করে রোগীর সহ্য ক্ষমতার উপর।

আরও পড়ুন:

বাইরে দূরে: অমরনাথের পথে, পর্ব-১: প্রস্তুতিপর্বের শেষে রওনা দিলাম স্বপ্নের কাশ্মীরের উদ্দেশ্যে

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

গত মঙ্গলবার পেলেকে ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী মার্সিয়া আওকি এবং এক জন আয়া রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থতার জন্য পেলে এর আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু কোনও বারই তাঁর শরীর ফুলে যায়নি। এই প্রথম বার এমনটা হয়েছে।
কয়কদিন ধরেই পেলের শরীরে অস্বস্তি হচ্ছিল। তিনি নিজে খেতেও পারছিলেন না। সোমবার রাতে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদযন্ত্রের সমস্যার জন্যই তাঁর শরীর ফুলে গিয়েছে। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে পেলের কোলন থেকে টিউমার অস্ত্রোপচার বাদ দেওয়া হয়েছিল। সেখান থেকে কোনও সমস্যা হচ্ছে কিনা সে বিষয়েও চিকিৎসকেরা খতিয়ে দেখছেন। তাঁর কিছু পরীক্ষাও করা হবে। সেই সব রিপোর্ট হাতে এলে চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ করবেন।
২০১০ সালে কাতারে বিশ্বকাপ হবে শুনে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পেলে। আগামী ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে উপস্থিত থেকে তিনি ব্রাজিলের ষষ্ঠবার বিশ্বকাপ জয় দেখবেন বলে আশা করেছিলেন। যদিও চিকিৎসকেরা তাঁকে কাতার যাওয়ার অনুমতি দেননি।

Skip to content