ছবি প্রতীকী
অবশেষে সুখবর। ১২ দিন পর ভারতীয় ফুটবল সংস্থার উপর থেকে ফিফা নির্বাসন তুলে নিল। শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এ কথা জানিয়েছে। ফিফা গত ১৪ অগস্ট এআইএফএফ-কে নির্বাসিত করেছিল। এ বার নির্বাসন তুলে নেওয়ায় আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনে আর কোনও প্রতিবন্ধকতা রইল না। সেই সঙ্গে আগামী ৭ সেপ্টেম্বর এএফসি কাপের ম্যাচে এটিকে মোহনবাগানের খেলতেও থাকল না আর কোনও বাধা। কুয়ালা লামপুর সিটি সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ।
ভারতীয় ফুটবল সংস্থার কার্যকলাপের মধ্যে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের জন্যে ফিফা নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছিল। এ নিয়ে ফিফা চিঠি দিয়ে নির্বাসনের কথা জানিয়ে দেয়। সেই চিঠিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা পরিষ্কার জানিয়ে দিয়েছিল, ভারতের শীর্ষ আদালত কর্তৃক নিয়োজিত প্রশাসক কমিটিকে (সিওএ) দ্রুত বাতিল করতে হবে। সেই সঙ্গে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
ফিফা এও জানায়, ভারতের শীর্ষ আদালতের নির্দেশ মতো সিওএ-র বিধান খারিজ করা হয়েছে। সেই সঙ্গে সংস্থার কর্তাই এআইএফএফের রোজকার কাজ সামলাবেন। এছাড়াও ফিফা এবং এএফসি এআইএফএফের নির্বাচন কী ভাবে হচ্ছে, সে বিষয়ে নজর রাখবে।
FIFA lifts suspension of All India Football Federation
More here ? https://t.co/GV7VBP7TC9 pic.twitter.com/tfGdy9UrnK
— FIFA Media (@fifamedia) August 26, 2022
ফিফার এই নির্বাসনের সিদ্ধান্তের পর বিষয়টিকে গুরুত্ব বুঝে মাঠে নামে কেন্দ্রীয় সরকার। এদিকে, গত সোমবার শীর্ষ আদালতও নিজেদের দেওয়া নির্দেশ ফিরিয়ে নেয়। সেই সঙ্গে প্রশাসক কমিটি বা সিওএ বাতিল করে দেয়। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সুনন্দ ধরের কাছে এআইএফএফের ক্ষমতা ফেরানো হয়। শুধু তাই নয়, ফিফা এবং এএফসি-র নির্দেশকে মান্যতা দেওয়া হয়। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের আদেশ সম্পর্কে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফিফাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়। সেই চিঠি দেওয়ার চার দিন পর আজ শুক্রবার নির্বাসন তোলা হল ভারতীয় ফুটবল সংস্থার উপর থেকে।