![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/Vedaant-Madhavan.jpg)
পিতা-পুত্র।
বাবা ফারহান বলিউডের একজন কৃতী অভিনেতা। তবে, সেই রাস্তায় তাঁর ছেলে না হেটে খেলার দুনিয়ার নিজের যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে বেদান্ত মাধবন। মাত্র ১৭ বছর বয়সেই কৃতী সাঁতারু বেদান্ত মাধবন। এর মধ্যেই তাঁর ঝুলিতে একাধিক পুরস্কার।
এ বার মালয়েশিলায় গিয়ে আগের মতো আবারও দেশের মুখ উজ্জ্বল করল বেদান্ত। আন্তর্জাতিক স্তরে লড়ে জিতে আনল সে পাঁচ পাঁচটি সোনা। ছেলের সাফল্যে গর্বিত ও উচ্ছ্বসিত আর মাধবন। সমাজমাধ্যমে পুরস্কার নিয়ে ছেলের ছবি সবার সঙ্গে ভাগ করে নিলেন বলিউড অভিনেতা আর মাধবন।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/maa-laxmi.jpg)
আনন্দে-সুখে ভরিয়ে তুলতে চান নিজেকে? রইল কয়েকটি সহজ উপায়
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/coconut-water.jpg)
আখের রস না ডাবের জল, কোন পানীয়তে পাওয়া যাবে বেশি পুষ্টি
সাঁতারে পাঁচটি স্বর্ণপদক জিতেছে বেদান্ত ৫০ মিটার, ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার ও ১৫০০ মিটার। পুরস্কার ও দেশের পতাকা নিয়ে তোলা বেদান্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফারহান কুরেশি। ছেলের সাফল্যের জন্য ঈশ্বর ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানিয়েছেন মাধবন। মাধবনের ছেলের সাফল্যে উচ্ছ্বসিত শুধু মাধবন একা নন, সমগ্র তারকামহলও। বেদান্তকে শুভেচ্ছা জানিয়েছেন লারা দত্ত, সুরিয়ার মতো তারকারা।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/08/samayupdates_Amarnath-8.jpg)
অমরনাথের পথে, পর্ব-৩: চন্দনবাড়ি থেকে শুরু হল যাত্রা
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/07/VP-Radha-1-1.jpg)
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
ফেব্রুয়ারি মাসে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৩-এ টিম মহারাষ্ট্রর হয়ে অংশগ্রহণ করেছিল বেদান্ত। ওই টুর্নামেন্টে ৫টি সোনার পদক ও ২টি রুপোর পদক জিতে এনেছিল বেদান্ত। দল হিসাবে ২টি ট্রফি জিতেছে টিম মহারাষ্ট্র। সাঁতারে পদক জিতে নেয় মহারাষ্ট্রের ছেলেদের টিম। সমগ্র টুর্নামেন্টে পারফরম্যান্সের জন্য আরও একটি চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতে টিম মহারাষ্ট্র। গোটা টুর্নামেন্টে মোট ১৬১টি পদক জেতে দল। সেই সময় ছেলে বেদান্ত এবং অপেক্ষা ফার্নান্ডেজ নামের আরও এক খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন মাধবন।