শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


পূর্ব জাভার মালাং রিজেন্সিতে ফুটবল ম্যাচকে ঘিরে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল ইন্দোনেশিয়ায়। স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা দু’দলের সমর্থকদের সঙ্ঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৭৪ জনেরও বেশি নিহত হয়েছেন। শনিবার ইন্দোনেশিয়ার ফুটবল লিগে জাভার দুটি ক্লাবের মধ্যে খেলা ছিল। কানজুরুহান স্টেডিয়ামে এই ম্যাচে আরেমা এবং পার্সিবায়া সুরাবায়া নামে দুটি ক্লাব অংশ নিয়েছিল।
এই ম্যাচে ২-৩ ব্যবধানে হেরে যায় আরেমা ক্লাব। আরেমা ক্লাব হেরে যাওয়ায় তাদের সমর্থকেরা হুড়মুড়িয়ে মাঠে ঢুকে পড়ে। তখনই শুরু হয় তুমুল ঝামেলা। এর পরেই আরেমা এবং পার্সিবায়া সুরাবায়া ক্লাবের সমর্থকরা সঙ্ঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। গ্যালারিতে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে স্টেডিয়াম থেকে বেরনোর জন্য সবার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। সে সময়ই ভিড়ে পদপিষ্ট ও শ্বাসরুদ্ধ হয়ে বহু সমর্থকের মৃত্যু হয়। এই ঘটনার একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে ইন্দোনেশিয়া সরকার। সেই সঙ্গে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। ক্রীড়ামন্ত্রী জাইনুদিন আমালি জানিয়েছেন, ‘‘এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এই ঘটনায় আমাদের দেশের ফুটবল আহত হয়েছে।’’
আরও পড়ুন:

সুখী দাম্পত্যের চাবিকাঠি পরকীয়া! বিস্ময়কর তথ্য উঠে এল সমীক্ষায়

ছোটদের যত্নে: বাচ্চা খেতেই চায় না? কী করে খিদে বাড়াবেন? কখন চিকিৎসকের কাছে যাবেন? জানুন শিশু বিশেষজ্ঞের মতামত

ইন্দোনেশিয়ার ফুটবল লিগ আপাতত বন্ধ রাখা হয়েছে। পিটি লিগা ইন্দোনেশিয়া বারুর সভাপতি ও ডিরেক্টর আখমাদ হাদিয়ান লুকিতা জানিয়েছেন, ‘‘এই মর্মান্তিক ঘটনায় আমরা উদ্বিগ্ন। নিহতের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই। আমরা এই ঘটনা থেকে শিক্ষা নেব।’’ সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার ফুটবল নিয়ামক সংস্থা পিএসএসআই।
উল্লেখ্য, এই ঘটনা আজ থেকে ৪২ বছর আগে ১৯৮০ সালের ১৬ অগস্ট কলকাতার ইডেনের সেই দিনের কথা মনে করাল। সেদিন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচে দু’দলের সমর্থকও সঙ্ঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। মারা গিয়েছিলেন ১৬ জন।


Skip to content