‘কভিড’ আর ‘লকডাউন’-এর আবহে জন্ম “হুল্লোড়”-এর। সেই “হুল্লোড়”, যা ছোটদের কাছে তো বটেই, বড়দের কাছেও শীতল ছায়ার মতো। হবে না-ই বা কেন! অন্ধকারাচ্ছন্ন সময়ে কবিতা আর নাটকের হাত ধরে কত কত মন আলোকিত করেছে ওরা! গত ৩০ এপ্রিল জ্ঞান মঞ্চে সেই আলোর বিচ্ছুরণই আমাদের বিমোহিত করে রাখল বেশ কিছুটা সময়। সত্যিই যদি টিকিট কেটে রোজ রোজ ফিরে যাওয়া যেত ছোটবেলায়!
কন্যকা-র নির্দেশনায় আবৃত্তি-র কোলাজ ‘বক বকম’ দিয়ে শুরু হল ‘জমজমাটি’ সন্ধ্যা। জয় গোস্বামী, অপূর্ব দত্ত, সুনির্মল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ, সুকুমার রায়-এর কবিতায় আমরা বড়রা ফিরে পেলাম আমাদের হারিয়ে যাওয়া ছোটবেলা। কবিতার সঙ্গে নাটকের যে কত নিবিড় যোগাযোগ ওদের নিবেদনে আবারও তা ফুটে উঠল। তবে, ‘বক বকম’ শুরু হতেই যেন ফুরিয়ে গেল।
তারপর মঞ্চ ও মন দুই-ই জয় করে নিলেন লোপামুদ্রা মিত্র-র ‘গানমন’-য়ের শিল্পীরা। সঙ্গে ছিলেন জয়তী চক্রবর্তী ও অস্মিতা কর-ও। তাঁদের নিবেদনে ছিল একটি তারানা, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভালো মানুষ নই রে মোরা’, কবীর সুমনের ‘টুনটুনিটার তিনটি লাফে’, ‘স্কুলের ব্যাগটা’, ‘ইঁদুর কল’, ‘ফেলুদার গান’, সৈকত কুণ্ডুর কথায় জয় সরকারের সুরে ‘এ বাঁচা আমার’ ও সমীর চট্টোপাধ্যায়ের ‘ডাকছে আকাশ ডাকছে বাতাস’। ‘স্কুলের ব্যাগটা’ ও ‘ফেলুদার গান’ বহু বছর পর আবার শুনে বেশ লাগলো। ছোটদের কণ্ঠে ‘ডাকছে আকাশ ডাকছে বাতাস’ শুনে মন আনন্দে নেচে উঠল।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬১: চাষাবাদ নিয়েও রবীন্দ্রনাথ ভেবেছেন
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৩: যার কাছে টাকা-পয়সা থাকে এ জগতে সেই হল পণ্ডিত
উত্তম কথাচিত্র, পর্ব-৩৩: হৃদয়পুরের লক্ষ্যপূরণ ‘কঙ্কাবতীর ঘাট’
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৭: গরমে পান্তা ভাত কি সত্যিই শরীর ঠান্ডা করে?
সব শেষে উপস্থাপিত হল কন্যকার নির্দেশনায় ‘বক বধ পালা’। লীলা মজুমদারের নাটকটির কিছু কিছু অংশ পরিমার্জন করার ফলে খুদে অভিনেতা-অভিনেত্রীদের কাছে তো বটেই দর্শকদের কাছেও তা চিত্তাকর্ষক হয়ে উঠল।
শিশুশিল্পীদের অভিনয় কত প্রাণবন্ত! দেখে মনেই হল না জনসমক্ষে সেদিনই ছিল তাদের প্রথম অভিনয়। বিরামহীন করতালি আর অট্টহাসি-ই বলে দিল “হুল্লোড়”-এর উপস্থাপনা কতটা সফল। “হুল্লোড়”-এর শিক্ষক-শিক্ষিকাদের জবাব নেই।
“হুল্লোড়”-এর ‘জমজমাটি’ পরব ফিরে ফিরে আসুক। টিকিট কেটে আবারও ছোটবেলায় ফিরে যেতে পারলে মন্দ লাগবে না।
ছবি: শৌভিক মান্না
“হুল্লোড়”-এর ‘জমজমাটি’ পরব ফিরে ফিরে আসুক। টিকিট কেটে আবারও ছোটবেলায় ফিরে যেতে পারলে মন্দ লাগবে না।
ছবি: শৌভিক মান্না
* সৌম্য দে (Saumya De), উপস্থাপক, আকাশবাণী, কলকাতা।