ছবি প্রতীকী
এটা ঠিক বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় অল্প ঠান্ডায়ও তাঁদের নানা সমস্যা দেখা দিতে পারে। শীতের সময়ে তাঁরা ভোগেনও নানা অসুখ-বিসুখে। এ বিষয়ে গত পর্বে অর্থাৎ ‘শীত হোক বয়স্কদের জন্যও উপভোগ্য’ শিরোনামে কিছুটা আলোচনা করেছি। আজ এ নিয়ে দ্বিতীয় ও শেষ পর্ব।
কী কী সতর্কতা মেনে চলতেই হবে
ষাট পেরিয়ে, পর্ব-২৩: শীত হোক বয়স্কদের জন্যও উপভোগ্য/১
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪: আপনি কি খেয়ে উঠেই শুয়ে পড়বেন? জানেন কী হচ্ছে এর ফলে
শীতের শেষে বিশেষ সাবধানতা
শীতের শেষে যখন তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করে তখন বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা সহজে এই পরিবর্তনশীল আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারে না। তা ছাড়া, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগজীবাণুও সক্রিয় হয়ে ওঠে। সব মিলিয়ে ঋতু পরিবর্তনের এই সময়ে বিভিন্ন অসুখের আশঙ্কা বাড়ে। এই সময়ে বয়স নির্বিশেষে সাধারণত ‘কমন কোল্ড কফে’র সমস্যা দেখা যায়। আচমকা ঠান্ডা লেগে বয়স্কদের কাশি, বুকে ব্যথা হতে পারে। সিওপিডি-র সমস্যা থাকলে সেটা বেড়ে যায়, ডাস্ট অ্যালার্জি এবং তার কারণেও সমস্যা বাড়ে।
ফিজিওথেরাপি ও স্পাইরোমেট্রি
শীতকালে যেহেতু বয়স্কদের জড়তা বা ব্যথা বেদনা বাড়ে সেক্ষেত্রে ফিজিওথেরাপি করালে খুব ভালো ফল পাওয়া যায়। যাঁদের স্বাসের সমস্যা তাঁদের ক্ষেত্রে প্রাণায়াম, বিভিন্ন স্বাসের ব্যায়াম, যোগা খুব উপকার দেয়। স্পাইরোমেট্রি র মাধ্যমে ফুসফুসের ধারণ ক্ষমতা বাড়ে। তবে সব ক্ষেত্রেই অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর তত্ত্বাবধানে করাই সমীচীন। নতুবা অনেক সময় হিতে বিপরীত হতে পারে।
ডায়েট ফটাফট: সব খাবারের সেরা সুপারফুড কিনোয়া খান, ওজন কমান
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৯: গুরুদেবের দেওয়া গুরুদায়িত্ব
খাবারদাবার
স্বাদে-গন্ধে: সামনেই জন্মদিন? বিশেষ দিনের ভূরিভোজে বানিয়ে ফেলুন কাশ্মীরি পদ মটন রোগান জোস!
উত্তম কথাচিত্র, পর্ব-২১: কে তুমি নিলে আমার চিরসবুজের ‘অগ্নিপরীক্ষা’
ভ্যাকসিন
যাঁরা নেননি, তাঁরা অবশ্যই নিউমোকক্কাল ভ্যাকসিন নিয়ে নিন। এক বছরের ব্যবধানে পিসিভি ১৩ ও পিপিএসভি ২৩ নিতে হবে। প্রতি বছরের ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন না নেওয়া হলে নিয়ে নিন। এরফলে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার সমস্যাকে অনেকটা আটকানো যাবে। যাঁরা করোনার ভ্যাকসিন এখনও নেননি তাঁরা, অবশ্যই সেই ভ্যাকসিন নিয়ে নিন।
যোগাযোগ : ‘বাঁচবো’, ফোন : ৯৯০৩৩৮৮৫৫৬