ছবি প্রতীকী
বসন্ত মানে দোল, বসন্ত মানে রং। বয়স হয়েছে তাই জীবন থেকে মুছে গিয়েছে সব রং— এমন ভাবনা কিন্তু একেবারেই ভুল। বরং আরও বেশি করে বসন্তকে উপভোগ করার সময় এটাই। তবে তার জন্য দরকার কিছু বিশেষ সতর্কতা অবলম্বন। কারণ, বসন্ত মানেই আবহাওয়ার পরিবর্তন। ফলে হঠাৎ করে বিভিন্ন সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।
এই সময়ই ভাইরাস-ব্যাকটেরিয়ার দাপট বাড়ে৷ ঘরে ঘরে হয় সর্দি-কাশি-জ্বর। কখনও আবার ডায়েরিয়া৷ ‘হিট ক্র্যাম্প’ ও ‘হিট স্ট্রোক’-এর শিকারও হয় বহু মানুষ। তার সঙ্গে তো রয়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো অসুখ। আর এ সবে বিশেষ ভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বয়স্কদের।
কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে?
আরও পড়ুন:
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪১: মৎস্যজীবীদের মীন সংগ্রহে যথাযথ প্রশিক্ষণ দিলে প্রচুর অপচয় কমবে, রক্ষা পাবে মাছের জীব বৈচিত্র্যও
স্বাদে-গন্ধে: রোজকার খাবার একঘেয়ে হয়ে গিয়েছে? বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু পালং পনির
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-২৩: মোর সাধের বাসরে ঘটল ‘গৃহ প্রবেশ’
ডায়াবিটিস বাগে আনতে কোন প্রোটিন খেতেই হবে, আর কী কী এড়াতেই হবে?
আরও পড়ুন:
চেনা দেশ অচেনা পথ, পর্ব-৫: জনজাতি ও জনসত্ত্বা
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫০: লুকোনো বই পড়ার জন্য রবীন্দ্রনাথ বাক্সের চাবি চুরি করেছিলেন
যোগাযোগ : ৯৯০৩৩৮৮৫৫৬
* ষাট পেরিয়ে (Senior Cityzen – Old age care) ডাঃ ধীরেশকুমার চৌধুরি (Dhires Chowdhury), কর্ণধার ‘বাঁচবো’, সহ সম্পাদক জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা৷ উপদেষ্টা, প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার্স।