ছবি প্রতীকী
কিডনি ঠিকমতো কাজ করছে বোঝার উপায় কী?
ক্যাথিটার পরানো রোগীদের বিশেষ যত্ন
যে সমস্ত রোগীর ক্ষেত্রে ক্যাথিটার পরানো থাকে সে সমস্ত রোগীর ক্যাথিটার পরিষ্কার-পরিচ্ছন্ন আছে কি না বা ক্যাথিটারের নালিতে কোনওরকম অবরুদ্ধ বা অবস্ট্রাকশন হচ্ছে কি না বা কোনও সেডিমেন্ট জমছে কি না এগুলো লক্ষ রাখা বাড়ির লোকেদের ভীষণ জরুরি। নির্দিষ্ট সময় অন্তর ক্যাথিটার পরিবর্তন করা এবং সময়ে সময়ে ডাক্তারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা অত্যন্ত জরুরি। কখনওই অপ্রশিক্ষিত কোনও ব্যক্তির দ্বারা ক্যাথিটার চেঞ্জ করা বা পরিবর্তন করা বা ক্যাথিটার পরানো একেবারেই কাম্য নয় কারণ এক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে এবং আপদকালীন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমি তাই সবসময় পরামর্শ দেব ক্যাথিটার পরানো এবং ক্যাথিটার চেঞ্জ চিকিৎসকদের দ্বারা সম্ভব হলে তাদের তত্ত্বাবধানেই করানো।
ইউরোলজিস্ট না নেফ্রলজিস্ট?
সচরাচর সাধারণ মানুষের মধ্যে ইউরোলজিস্ট এবং নেফ্রলজিস্ট নিয়ে একটি কনফিউশন রয়েছে। কিডনি এবং তৎসংলগ্ন অন্যান্য যে অঙ্গ অর্থাৎ ইউরেটার, ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট গ্রন্থি, ইউরেথ্রা বা মূত্রনালি প্রভৃতিতে গঠনগত কোনও অস্বাভাবিকত্ব অথবা কোনও বৃদ্ধি যেমন কোনও টিউমার, ক্যানসার অথবা কোনও স্টোন প্রভৃতি বিষয়ক সমস্যা থাকলে যে চিকিৎসককে দেখানোর প্রয়োজন হয় তাকে বলা হয় ইউরোলজিস্ট। আবার কিডনির কার্যকারিতার অস্বাভাবিকত্ব অর্থাৎ রেনাল ফাংশানের অস্বাভাবিকত্বর জন্য যে চিকিৎসককে দেখানোর প্রয়োজন হয় তাকে বলা হয় নেফ্রলজিস্ট। অর্থাৎ ক্রনিক এবং অ্যাকিউট রেনাল ফেলিওরের রোগীদের ক্ষেত্রে নেফ্রলজিস্টের পরামর্শ গ্রহণ জরুরি। কোনও রোগীর ডায়ালিসিসের প্রয়োজন আছে কি নেই সে ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করেন নেফ্রলজিস্টরা। অনেক ক্ষেত্রে রোগীকে ইউরোলজিস্ট এবং নেফ্রলজিস্ট উভয়ের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন হয়। আমি তাই পরামর্শ দেব রোগীদের নিজের সিদ্ধান্ত নিজে না নিয়ে আপনাদের গৃহ চিকিৎসক বা যে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তার পরামর্শে এগিয়ে চলা। নতুবা চিকিৎসা বিভ্রাটে পড়তে পারেন।
উপরের পরামর্শগুলো মেনে চললে আপনারা আপনাদের কিডনিকে সুস্থ রাখতে সক্ষম হবেন। বিশেষ প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ জরুরি।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
লেখক: কর্ণধার ‘বাঁচবো’, সহ সম্পাদক জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা৷ উপদেষ্টা, প্রোটেক্ট দ্যা ওয়ারিয়ার্স। যোগাযোগ : ‘বাঁচবো’, ফোন : ৯৯০৩৩৮৮৫৫৬