শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আজকের পর্বে আমরা আলোচনা করব বয়স্কদের ওজন কমার আরও কিছু কারণ নিয়ে।
 

ওষুধ কারণ নয় তো?

প্রবীণ মানুষেরা বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগে ভোগার কারণে যে ওষুধগুলো খান তার কারণে গন্ধ ও স্বাদের পরিবর্তন, ক্ষুধাহীনতা, মুখ শুকিয়ে যাওয়া, গিলতে অসুবিধা, বমি বা বমি ভাব ইত্যাদি সমস্যা হয়। আর তার থেকে অপুষ্টি এবং ফল স্বরূপ ওজন কমে যাওয়া দেখা যায়। যেমন: উপসর্গ এবং যে সব ওষুধের কারণে হয়—
 

গন্ধ ও স্বাদের পরিবর্তন

অ্যালোপিউরিনল (Allopurinol), এসিই ইনহিবিটর (ACE inhibitor), অ্যান্টিবায়োটিক (Antibiotic), ক্যালশিয়াম চ্যানেল ব্লকার (Calcium Channel Blockers), অ্যান্টিহিস্টামাইনস (Antihistamines), প্রোপ্রানোলল (Propranolol), অ্যান্টিকোলিনার্জিক (Anticholinergic) ইত্যাদি।
 

ক্ষুধামন্দ

আমন্টাডাইন (Amantadine), অ্যান্টি-কনভালসেন্ট (Anti-Convulsant), অ্যান্টি-সাইকোটিক (Anti-Psychotic), লেভোডোপা (Levodopa), মেটফরমিন (Metformin), ডিগক্সিন (Digoxin), অ্যান্টিবায়োটিক (Antibiotic), ওপিওডস (Opiods), থিওফাইলাইন (Theophylline) ইত্যাদি।
 

মুখ শুকিয়ে যাওয়া

অ্যান্টিবায়োটিক (Antibiotic), অ্যান্টিহিস্টামাইনস (Antihistamines), অ্যান্টিকোলিনার্জিক (Anticholinergic), লুপ ডাইউরেটিক Loop Diuretic ইত্যাদি।

 

গিলতে অসুবিধা

ডক্সিসাইক্লিন (Doxycycline), এনএসএআইডি (NSAID), আয়রন (Iron), পটাসিয়াম (Potassium) ইত্যাদি।
 

বমি বা বমি ভাবউপকরণ

আমন্টাডাইন (Amantadine), অ্যান্টিবায়োটিক (Antibiotic), স্ট্যাটিনস (Statins), ডিগক্সিন (Digoxin), টিসিএ (TCA), ডোপামিন (Dopamine), অ্যান্টাগনিস্ট (Antagonist) ইত্যাদি।
 

আরও যে সব কারণে ওজন কমতে পারে

যে কারণগুলো বলা হল সেসব ছাড়াও সিলিয়াক ডিজিজ, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, হুইপলস ডিজিজ, কিডনি বৈকল্য, ফুসফুসের বিবিধ সমস্যা, পারকিনসনস ডিজিজ, ল্যাক্সেটিভের অপব্যবহার, রিউমাটয়েড আর্থ্রাইটিস, জীবাণুঘটিত বিভিন্ন রোগ, মুখের বা দাঁতের কারণে, পেটের কোনও অংশে টিউমার বা আলসারের কারণেও ওজন কমতে পারে। তাই সচেতনতা ভীষণ জরুরি।

পরের পর্বে আমরা আপনাদের ধারণা দেব চিকিৎসা কি হতে পারে বা আপনাদের কি করণীয় সেই সম্পর্কে।

ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

লেখক: কর্ণধার ‘বাঁচবো’, সহ সম্পাদক জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা৷ উপদেষ্টা, প্রোটেক্ট দ্যা ওয়ারিয়ার্স। যোগাযোগ : ‘বাঁচবো’, ফোন : ৯৯০৩৩৮৮৫৫৬


Skip to content