রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আজকের পর্বে আমরা আলোচনা করব বয়স্কদের ওজন কমার আরও কিছু কারণ নিয়ে।
 

ডায়াবেটিস ও অন্যান্য হরমোনের রোগের কারণ হতে পারে

বয়স্কদের মধ্যে অনেকেই কিন্তু ডায়াবেটিস রোগে ভোগেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণেও ওজন কমে যেতে পারে। আবার ডায়াবেটিসের অন্যতম ওষুধ মেটফরমিনেও কিন্তু ওজন হ্রাস পায়। এছাড়া থাইরয়েড হরমোনের আধিক্যে অর্থাৎ হাইপারথাইরয়েডিজমে দ্রুত ওজন কমে তার সঙ্গে বুক ধড়ফড় করা, প্রচুর ঘাম হওয়া এবং মহিলাদের ক্ষেত্রে মাসিকে সমস্যা হয়। অ্যাড্রেনাল গ্রন্থির হরমোন কমে গেলেও ওজন কমে যায় তার সাথে রক্তে লবণের তারতম্য ঘটা রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি লক্ষ্য করা যায়।
 

ধূমপান ও মাদকাসক্তি ওজন কমে যাওয়ার কারণ নয়তো?

বয়স্কদের অনেকেরই বিশেষত পুরুষদের ক্ষেত্রে ধূমপান, মাদকদ্রব্য ও মদ্যপান সেবনের নেশা থাকে। এর থেকে বিপদজনিত সমস্যা বিশেষ করে যকৃতের কার্যকারিতায় ঘাটতি ও হজমের সমস্যা হয়। এর থেকেও ওজন কমে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।

 

মানসিক সমস্যাও কিন্তু বড় কারণ হতে পারে

মানসিক রোগ, বিশেষ করে বয়স্কদের ডিমেনশিয়া ও বিষণ্নতা বা অবসাদে খাদ্য গ্ৰহণের অনীহা বা অপ্রতুলতা থেকেও কিন্তু ওজন কমে।
 

ক্যানসার নয় তো?

যেকোনও ক্যানসারের প্রথম ও প্রধান লক্ষণ হতে পারে অকারণে ওজন হ্রাস। ওজন হ্রাসের সঙ্গে অরুচি ও রক্তশূন্যতা, মল ত্যাগের অনিয়ম ইত্যাদি থাকলে সাবধান হন। পেট, যকৃৎ ও অন্ত্রের ক্যানসার কিন্তু ক্রমবর্ধমান। বয়স্কদের প্রবণতা কিন্তু বেশি।
 

যক্ষাকে ভুললে চলবে না

যক্ষ্মাকে ভুলবেন না। আমাদের দেশে যক্ষ্মার ব্যাপক বিস্তার ও প্রকোপ বিবেচনায় আনতে হবে অবশ্যই। আর মনে রাখতে হবে, যক্ষ্মা ধনী-গরিব সবারই হয় এবং ফুসফুস ছাড়াও যেকোনও জায়গায় হতে পারে। তাই কেবল জ্বর-কাশিই এর প্রধান লক্ষণ নয়। ওজন কমে যাওয়া ও কিন্তু অন্যতম লক্ষণ। আর প্রবীণদের মধ্যে কিন্তু প্রবণতা ও বেশি।

ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

লেখক: কর্ণধার ‘বাঁচবো’, সহ সম্পাদক জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা৷ উপদেষ্টা, প্রোটেক্ট দ্যা ওয়ারিয়ার্স। যোগাযোগ : ‘বাঁচবো’, ফোন : ৯৯০৩৩৮৮৫৫৬


Skip to content