ছবি প্রতীকী
নয়টি ‘D’ বয়স্কদের ওজন কমে যাওয়ার জন্য দায়ী
সাধারণ ভাবে বয়স্কদের ওজন কমে যাওয়ার সঙ্গে ন’টি ‘D’-এর সম্পর্ক রয়েছে। আগের পর্বেই সেগুলি উল্লেখ করেছি। ন’টি ‘D’ হল:
আপনার পেট ঠিক আছে কি না বুঝবেন কী করে?
বয়সকালে ওজন কমে যাওয়ার ক্ষেত্রে প্রথমেই যে সমস্যার কথা মাথায় আসে তাহলো পেটের সমস্যা। খাদ্য হজমের গোলমালে ওজন কমে যাওয়াটা খুবই স্বাভাবিক। বয়স্কদের ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য।
কী কী বিষয়ে নজর রাখতে হবে?
অনেকেই পেটের সমস্যাকে পাত্তা দেন না। কিন্তু যখন পেটের সমস্যা দীর্ঘমেয়াদি হয় তখন কিন্তু তাকে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক সময়ে সঠিক পরামর্শ নিয়ে এই ধরণের সমস্যাগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব। এক্ষেত্রে বাড়ির লোকদেরও সচেতনতা ভীষণ জরুরি।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
লেখক: কর্ণধার ‘বাঁচবো’, সহ সম্পাদক জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা৷ উপদেষ্টা, প্রোটেক্ট দ্যা ওয়ারিয়ার্স। যোগাযোগ : ‘বাঁচবো’, ফোন : ৯৯০৩৩৮৮৫৫৬