বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


চন্দ্রযান আর্টেমিস-১

আপাতত বন্ধ রাখা হল নাসার চন্দ্রযান ‘আর্টেমিস-১’-এর উড়ান অভিযান। একেবারে শেষ মুহূর্তে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ‘আর্টেমিস-১’ গত সোমবারই পৃথিবী থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল। আমেরিকা মহাকাশ গবেষণা সংস্থার নাসা-র তৈরি এই মহাকাশযানের ইঞ্জিনে গলদ নজরে আসা সঙ্গে সঙ্গেই ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে তৎক্ষণাৎ ‘ফাইনাল কাউন্টডাউন’ বন্ধ করে দেওয়া হয়।
নাসার বিজ্ঞানীরা দাবি করেছিলেন ‘আর্টেমিস-১’-কে ‘সবচেয়ে শক্তিশালী মহাকাশযান। ভারতীয় সময় সোমবার সন্ধ্যায় চাঁদের উদ্দেশে পাড়ি দেওয়ার কথা ছিল এই ‘আর্টেমিস-১’-র। সব কিছু ঠিকঠাক চলেলেও শেষ মুহূর্তে ‘আর্টেমিস-১’ অর্থাৎ চন্দ্রযানের হাইড্রোজেন জ্বালানির ট্যাঙ্কে ফুটো নজরে আসে। পাশাপাশি আবহাওয়াও ছিল ভীষণ খারাপ।
পরিস্থিতির গুরুত্ব বিচার করে কাউন্টডাউন বন্ধ রাখার সিদ্ধন্ত নেয় নাসা। সেই সঙ্গে বলা হয় এই খারাপ আবহাওয়া জারি থাকলে পুরো প্রক্রিয়াটি আরও বিলম্বিত হতে পারে। এই মাঝে ইঞ্জিনেও ত্রুটি ধরা পড়ে। শেষমেশ উৎক্ষেপণ বাতিলের কথা ঘোষণা করেন নাসার অধিকর্তা বিল নেলসন। এ প্রসঙ্গে বিল নেলসন জানান, ‘‘এটি ভীষণ জটিল প্রক্রিয়া। গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয় হাজারো সূক্ষ্ম যন্ত্রপাতি এবং অত্যাধুনিক সরঞ্জামের সাহায্যে। সামান্য ত্রুটি বিচ্যুতি হলেই সব বিফলে যাওয়ার আশঙ্কা থাকেই যায়। সে কারণে প্রস্তুতি যতক্ষণ না নিখুঁত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বিষয়টিকে নিয়ে এগতে চাই না।’’

Skip to content