ছবি: নাসা।
দিন কয়েক আগে চাঁদের তলায় এসেছিল শুক্র গ্রহ। কিছু ক্ষণের জন্য সে আবার চাঁদের আড়ালেও চলে যায়। ফের চমক। এ বার পুরো এপ্রিল মাস জুড়েই তিন তিনটি গ্রহ চাঁদের কাছাকাছি আসবে। এর ফলে বৈশাখের আকাশে আরও কিছু মহাজাগতিক দৃশ্য-এর সাক্ষী থাকব আমরা।
মঙ্গল, বৃহস্পতি এবং শনি এপ্রিলের শেষ নাগাদ চাঁদের কাছাকাছি চলে আসবে। সূর্যের চারপাশে প্রদক্ষিণের সময় এই তিন গ্রহ চলে আসবে চাঁদের কাছাকাছি। বলয় বেষ্টিত শনি গ্রহ ১৫ এবং ১৬ এপ্রিল চাঁদের কাছাকাছি থাকবে। এই দৃশ্যের সাক্ষী থাকা যাবে গোটা দুনিয়া থেকেই। চাঁদ আর শনি সূর্যোদয়ের কিছুক্ষণ আগে দক্ষিণপূর্ব আকাশে অনেকটাই কাছাকাছি চলে আসবে।
আরও পড়ুন:
এই না হলে প্রেম! প্রেমিকার পাদুকাবাহক হৃতিক, সাবার জুতো হাতে ঘুরলেন পার্টিতে
শুধু গরমে তেষ্টা মেটাতেই নয়, সব ঋতুতেই সুস্থ থাকতে সঙ্গী হতে পারে আখের রস
এর পর চাঁদ ধীরে ধীরে বৃহস্পতির দিকে এগিয়ে যাবে। পৃথিবীর আকাশের জ্বলজ্বলে এই গ্রহ ২৩ এপ্রিল সন্ধ্যায় জুটি বাঁধবে চাঁদের সঙ্গে। পশ্চিম আকাশে সূর্যাস্তের পর বৃহস্পতির ৫ ডিগ্রি উপরে এক ফালি চাঁদকে দেখা যাবে। এর পর চাঁদ বৃহস্পতিকে ছেড়ে ধীরে ধীরে মঙ্গলের কাছাকাছি সরে যাবে। সন্ধ্যার পর পরই লাল গ্রহ চাঁদের নীচে চলে আসবে।
আরও পড়ুন:
যোগা-প্রাণায়াম: কোভিডে আক্রান্ত হয়েছিলেন? প্রাণায়ামে হবে শ্বাসকষ্টের উপশম, জেনে নিন কীভাবে করবেন
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৯: মিশ্র মাছচাষ পদ্ধতিতে শুধু ফলন বাড়েনি, মাছের বৈচিত্রের সমাহারও নজর কেড়েছে
পাশাপাশি এপ্রিলের আকাশে আমরা আরও এক আবার মহাজাগতিক দৃশ্য-এর সাক্ষী থাকব। সৌরজগতের সব থেকে ছোট গ্রহ বুধকে এ মাসেই ভালো ভাবে দেখা যাবে। অন্য গ্রহের তুলনায় বুধের গতিও বেশি থাকে। ১১ এপ্রিল থেকে বুধ গ্রহকে তিন থেকে চার সপ্তাহ ধরে দেখা যাবে।
এ প্রসঙ্গে জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) জানিয়েছে, বুধ গ্রহের অক্ষ সূর্যের খুবই কাছে থাকে। তাই বুধকে পৃথিবী ও আকাশের মিলনস্থলের কাছেই দেখতে পাওয়া যায়। সাধারণত সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে এই গ্রহকে ঘণ্টা দুয়েক আকাশে দেখা যায়।
এ প্রসঙ্গে জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) জানিয়েছে, বুধ গ্রহের অক্ষ সূর্যের খুবই কাছে থাকে। তাই বুধকে পৃথিবী ও আকাশের মিলনস্থলের কাছেই দেখতে পাওয়া যায়। সাধারণত সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে এই গ্রহকে ঘণ্টা দুয়েক আকাশে দেখা যায়।