রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


চন্দ্রযান-৩।

রোভার প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরুর কাছে সালফারের খোঁজ পেয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মঙ্গলবার সন্ধ্যায় তাদের এক্স (টুইটার) হ্যান্ডলে এমনটাই জানিয়েছে। এও জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের সঙ্গে অক্সিজেন, ক্যালশিয়াম, অ্যালুমিনিয়াম, লোহা, টাইটেনিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকনেও অস্তিত্ব পাওয়া গিয়েছে। এ বার প্রজ্ঞান খোঁজ চলাচ্ছে হাইড্রোজেনের।
ছ’চাকা বিশিষ্ট রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে ছ’দিন কাটিয়ে ফেলল। গত ২৪ অগস্ট ল্যান্ডার বিক্রম থেকে সে চাঁদের মাটিতে পা রাখে। তখন থেকেই সে চাঁদে জোরকদমে অনুসন্ধান চালাচ্ছে। ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে ক্যালশিয়াম, অক্সিজেন, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, লোহা, টাইটেনিয়াম, সিলিকনের খোঁজ পাওয়া যাবে, তা জানাই ছিল।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-২৬: অবশেষে চার হাত এক হল, পঞ্চম-আশা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শুরু করলেন দ্বিতীয় ইনিংস

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১: সুন্দরবনের ব্যাঘ্রদেবতা দক্ষিণ রায়

এ বার প্রজ্ঞান হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে। প্রজ্ঞানে থাকা লেজার-ইনডিউসড ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ (এলআইবিএস) চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে লেজার প্রযুক্তির মাধ্যমে তা পরীক্ষা করছে। বেঙ্গালুরুর ইসরোর গবেষণাগার তৈরি এলআইবিএস প্রযুক্তির সাহায্যে চাঁদের মাটি থেকে ওই সব খনিজের হদিস পেয়েছে রোভার প্রজ্ঞান।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৪: গলায় মাছের কাঁটা ফুটলে ওষুধ খেলে গলে যায়?

কলকাতার পথ-হেঁশেল: অফিসপাড়ার ক্যান্টিন ডেকার্স লেনে কোলাহল

ভারতের আগে অন্য কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠাতে পারেনি। তাই বিজ্ঞানীদের কাছে সেখানকার সব কিছুই অজানা। প্রজ্ঞান প্রতিদিন যে সব তথ্য পাঠিয়ে যাচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম গত ২৩ অগস্ট, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রেখেছে।

Skip to content