শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


বেঙ্গালুরু বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইসরোর বিজ্ঞানীরা। ছবি: সংগৃহীত।

চন্দ্রযানের অবতরণস্থলের নামকরণ করা হল ‘শিবশক্তি’। শনিবার সকালে গ্রিস থেকে দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরোর দফতরে গিয়েছিলেন। সেখানেই তিনি তৃতীয় চন্দ্রযানের অবতরণস্থলের নাম ‘শিবশক্তি’ হিসেবে ঘোষণা করেন।

শুধু চন্দ্রযান-৩ নয়, ২০১৯ সালে যে জায়গায় চন্দ্রযান-২ ভেঙে পড়েছিল, সেই জায়গারও প্রধানমন্ত্রী নামকরণ করেন। চাঁদে সেই স্থলের নাম দিয়েছেন ‘তেরঙা’। এ সবের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য ২৩ অগস্ট দিনটিকে ‘জাতীয় মহাকাশ দিবস’ হিসাবেও ঘোষণা করেছেন।
চন্দ্রযানের সাফল্যকাহিনি বলার সময় প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখে জল চলে আসে। কয়েক বার কান্নায় তাঁর গলা ভেঙে যায়। সাফল্যের জন্য তিনি ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। মোদী বলেন, ‘‘ইসরোর বিজ্ঞানীদের অসীম ধৈর্য ও পরিশ্রম ভারতকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে, তা একেবারেই সাধারণ নয়। দেশের বিজ্ঞানের অগ্রগতির শঙ্খনাদ শোনা যাচ্ছে।’’
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৭০: খলশে মাছ চাষে আয়ের সঙ্গে কমবে মশার উপদ্রবও, আবার অবলুপ্তিও আটকানো সম্ভব

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১: সুন্দরবনের ব্যাঘ্রদেবতা দক্ষিণ রায়

প্রধানমন্ত্রী বলেন, ‘‘চাঁদে পৌঁছে গিয়েছে ভারত। ইসরো গর্বিত করেছে দেশকে। আমরা চাঁদের যে জায়গায় পৌঁছে গিয়েছি, সেখানে আগে অন্য কোনও দেশ পৌঁছয়নি। সারা বিশ্ব ভারতীয় বিজ্ঞান এবং প্রযুক্তির প্রশংসা করছে। চন্দ্রযান-৩ ভারতের না, মানবতার সাফল্য। ভারতের এই চন্দ্রাভিযান দেশের জন্য অনেক নতুন রাস্তা খুলে দেবে। বিশ্বের নানা সমস্যা সমাধানে মুশকিল আসান হবে। আমি ইসরোর বিজ্ঞানী, কৌশলী এবং চন্দ্রযান-৩-এর সঙ্গে যুক্ত সবাইকে এর জন্য অভিনন্দন জানাচ্ছি।’’ তিনি ইসরোর সাফল্য প্রসঙ্গে এও বলেন, ‘’জয় বিজ্ঞান জয় অনুসন্ধান।”
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৮: নহবতে সহধর্মিণী সারদা

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৪: গলায় মাছের কাঁটা ফুটলে ওষুধ খেলে গলে যায়?

বেঙ্গালুরুতে অবতরণের পরই প্রধানমন্ত্রী সমাজমাধ্যম ‘এক্স’ (টুইটার)-এ একটি পোস্ট করেন। সেখানে তিনি ইসরো বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করেছেন। সমাজমাধ্যম ‘এক্স’ (টুইটার)-এ প্রধানমন্ত্রী লেখেন, “বেঙ্গালুরুতে অবতরণ করেছি। আমি ইসরো বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় রয়েছি, যাঁরা চন্দ্রযান-৩ অভিযানকে সফল করে দেশকে গর্বিত করেছেন।’’

Skip to content