ভারতের স্পেস স্টেশনের নাম কী?
● ভারতের নিজস্ব স্পেস স্টেশনে কী ধরনের প্রযুক্তির ব্যবহার করা হবে তা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। স্পেস স্টেশনটি নিম্ন কক্ষপথে থাকবে। এর নাম রাখা হবে ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’।
কতজন থাকতে পারবেন?
● দুই থেকে চার জন নভশ্চর থাকতে পারবেন এই স্পেস স্টেশনের ভিতরে।
কত উচ্চতায় থাকবে
● তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর উন্নিকৃষ্ণণ নায়ার জানান, ইসরোর রকেট ‘বাহুবলী’ এবং লঞ্চ ভেহিকল মার্ক ৩ (এলভিএম ৩)-এর মাধ্যমে স্পেস স্টেশনের বিভিন্নজিনিসপত্র মহাকাশে পাঠানো হবে। ভারতের স্পেস স্টেশন ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’ পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় যে কক্ষপথ রয়েছে সেখানে থাকবে। মহাকাশে স্পেস স্টেশনে ‘অ্যাস্ট্রোবায়োলজি’ এবং ‘মাইক্রোগ্র্যাভিটি’ সংক্রান্ত গবেষণা চলবে। চাঁদ বসবাসযোগ্য কি না, তা নিয়েও গবেষণা চলবে স্পেস স্টেশনে।