শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


বুধবার কি ইতিহাস তৈরি হবে? ছবি: ইসরো।

সামনে ইতিহাস ছোঁয়ার হাতছানি। সব কিছু পরিকল্পনা মতো এগলে ভারতের চন্দ্রযান-৩ বুধবার সন্ধে নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। রবিবার ইতিহাসে জায়গা করে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে রাশিয়ার। রুশ মহাকাশযান ‘লুনা-২৫’ ভেঙে পড়েছে চাঁদের মাটিতে। রবিবার এই খবর জানিয়েছে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস। রসকসমস পরিকল্পনা অনুযায়ী, মহাকাশযান ‘লুনা-২৫’ সোমবার চাঁদে নামার কথা ছিল। যদিও সেই স্বপ্ন অধরাই থেকে গেল। উল্লখ্য, রাশিয়া গত ৪৭ বছরে এই প্রথম বার চন্দ্রাভিযানে অংশগ্রহণ করেছিল। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করতে পারলে নতুন ইতিহাস তৈরি করতে পারত রাশিয়া।
এদিকে রাশিয়ার এই অঘটনের ফলে চন্দ্রাভিযানে বুধবার ইসরোর কাছে বড় অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে। ইতিমধ্যে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছে। রবিবার দুপুর নাগাদ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো টুইট করে চন্দ্রযান-৩-এর অবতরণের সময় জানিয়ে দিয়েছে। টুইটে জানানো হয়েছে, আগামী বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে নামবে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩। অবতরণের সরাসরি সম্প্রচার করা হবে ইসরোর ওয়েবসাইট (isro.gov.in), ফেসবুক (facebook.com/ISRO), ইউটিউবে (https://www.youtube.com/watch?v=DLA_64yz8Ss)। মাঝে আর মাত্র দু’ দিনে অপেক্ষা, তার পরেই আসবে সেই মাহেন্দ্রক্ষণ।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৭২: রবীন্দ্রনাথ প্রয়োজনে কঠোর হতেও পারতেন

অমর শিল্পী তুমি, পর্ব-৩: অভিনয় নয়, কিশোর মনে-প্রাণে একজন গায়ক হিসেবেই আত্মপ্রকাশ করতে চেয়েছিলেন

২০১৯ সালে ভারতের চন্দ্রযান-২ চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করতে পারেনি। সে বার চাঁদের বুকে দেশের স্বপ্ন চুরমার হয়ে যায়। ২০১৯ সালের সেই ‘তিক্ত’ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আবার চন্দ্রাভিযানের পরিকল্পনা করেছে ভারত। সেই পরিকল্পনা অনেকাংশে সফলও হয়েছে। ল্যান্ডার ‘বিক্রম’ ক্রমশ চাঁদের দিকে এগিয়ে চলেছে। ইতিমধ্যেই ‘বিক্রম’ মূল মহাকাশযান থেকে আলাদা হয়েই তার গতি কমিয়ে ফেলেছে। আজ রবিবার আরও গতি কমানো হবে। শেষমেশ পাখির পালকের মতো চাঁদের মাটি ছোঁয়ার অবতরণ (‘সফ্‌ট ল্যান্ডিং’) করবে চন্দ্রযান-৩। ঘন অন্ধকার ও বরফে ঢাকা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ যে কোনও মহাকাশযানের কাছে অগ্নিপরীক্ষা। আর এই পর্যায়ে এসেই ব্যর্থ হয়েছে রুশ যান ‘লুনা-২৫’।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৩: কানে ব্যথা? তেল দেবেন কি?

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৬৯: ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোনও ভাবেই শরীরে ঢুকছে না? অজান্তেই এই সব অসুখ ডেকে আনছেন কিন্তু

গত ১৪ জুলাই চাঁদের দেশের উদ্দেশে পাড়ি দেওয়া ভারতের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা বুধবার সন্ধ্যায়। এ দিকে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫ রওনা দেয় প্রায় এক মাস পরে, গত ১০ অগস্ট। সোমবারই লুনা-২৫-এর চাঁদের মাটিতে নামার কথা ছিল। ভারতের চন্দ্রযান-৩ এর আগে রাশিয়ার লুনা-২৫ চাঁদের মাটি ছুঁয়ে ফেলবে কি না, তা নিয়ে জোর জল্পনা চলছিল। যদিও মস্কো তার লক্ষ্যপূরণে ব্যর্থ হয়েছে। এর আগে কোনও দেশই চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামাতে পারেনি। ইসরো’র চন্দ্রযান-৩ বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে সেই লক্ষ্যপূরণে সফল হয় কি না, তার অপেক্ষায় দেশবাসী।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content