শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ইসরোর চন্দ্রযান-৩। ছবি: ইসরো।

অবশেষে চাঁদের কক্ষপথে ঢুকে পড়তে চলেছে ‘চন্দ্রযান-৩’। শনিবার সন্ধ্যায় চাঁদের আকর্ষণক্ষেত্রের মধ্যে ‘চন্দ্রযান-৩’ এর প্রবেশ করা কথা জানিয়েছে ইসরো। চাঁদের আকর্ষণকে কাজে লাগিয়ে এ বার ‘চন্দ্রযান-৩’ তার চারপাশে পাক খেতে থাকবে। সেই সঙ্গে ধীরে ধীরে গতি কমিয়ে ‘চন্দ্রযান’ চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরের মধ্যে চলে আসবে।
উল্লেখ্য, চাঁদের মাটিতে প্রথম বার পা রাখা আমেরিকার মহাকাশচারী নীল আর্মস্ট্রংয়ের জন্মদিন এই শনিবারই। আগামী ২৩ অগস্ট সন্ধ্যা ৫টা ৪৭ মিনিট নাগাদ রোভার প্রজ্ঞানকে পেটে নিয়ে অবতরণ’ (সফট ল্যান্ডিং) করার কথা ল্যান্ডার বিক্রমের। অনেকটা পাখির পালকের মতো নামবে সে। ইতিমধ্যে ইসরোর এই মহাকাশযান পাঁচ বার সফল ভাবে কক্ষপথ পরিবর্তন করে ফেলেছে।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৬৭: প্রবাল প্রাচীর আমাদের ভবিষ্যতের ওষুধের ভাণ্ডার

পাখি সব করে রব, পর্ব-১: সবুজ সুন্দরী মুনিয়া

ইসরো সূত্রের খবর, শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ কক্ষপথ বদল করার কথা মহাকাশযানটির। সেক্ষেত্রে সফল ভাবে কক্ষপথ বদল করলে চাঁদের মাধ্যাকর্ষণের অধীন পৌঁছে যাওয়ার কথা ‘চন্দ্রযান-৩’-এর। যদি চূড়ান্ত সাফল্যের জন্য আর অনেকটা কঠিন পথ অতিক্রম করতে হবে।
ইসরো-র পরিকল্পনা অনুযায়ী চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ‘চন্দ্রযান-৩’ এর। সফল ভাবে ল্যান্ডার বিক্রম যদি চাঁদের মাটি ছুঁয়ে ফেলে তবেই রোভার প্রজ্ঞানকে অবতরণ করাতে পারে। পুরো পর্ব সফল ভাবে মিটলে ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাস অন্য শিখরে পৌঁছবে। সে ক্ষেত্রে আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে ভারত তালিকায় জায়গা করে নেবে।
আরও পড়ুন:

অমর শিল্পী তুমি, পর্ব-১: একটু শুরুর কথা হলে ক্ষতি কী…

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮: সুন্দরবনের নিশ্চিহ্ন প্রাণী

এদিকে, বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, যদি কোনও ভাবে অঙ্কের ভুলে ‘চন্দ্রযান-৩’ চাঁদের কক্ষপথে পৌঁছতে না পারে, তাহলে সে আবার ফিরে আসবে পৃথিবীর কক্ষপথে। তবে তখন আর তাকে ফের চাঁদে পাঠানোর সম্ভব হবে না। কারণ, ‘চন্দ্রযান-৩’-কে আবার চাঁদের কক্ষপথে পাঠানোর মতো জ্বালানি আর থাকবে না। তখন ‘চন্দ্রযান-৩’-কে ‘লস্ট মিশন’ বলেই ধরে নেওয়া হবে। তাহলে তো পৃথিবীর কক্ষপথেই ‘চন্দ্রযান-৩’ সব সময় ঘুরে থাকবে? বিশেষজ্ঞদের কথায়, তখন ইসরো চেষ্টা করবে মহাকাশযানটিকে পৃথিবীর কক্ষপথ থেকে ভূপৃষ্ঠে ফেরানোর।

Skip to content