শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


চাঁদের কক্ষপথে ইসরোর চন্দ্রযান-৩।

চাঁদের কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান-৩। কোনও রকম সমস্যা চারাই শনিবার সন্ধে নাগাদ চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে। যে মুহূর্তের জন্য অপেক্ষায় ছিল সারা দেশ। দিন কয়েক আগেই পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে চন্দ্রযান-৩ বেরিয়ে গিয়েছিল। তার পরই আজ শনিবার সে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। উল্লেখ্য, আমেরিকার মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন। আজ শনিবারই সেই মহাকাশচারীর ৯৩তম জন্মবার্ষিকী।

এ বার ক্রমশ গতি কমিয়ে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের এগিয়ে যাবে চন্দ্রযান-৩। চাঁদের আকর্ষণকে কাজে লাগিয়ে এ বার ‘চন্দ্রযান-৩’ তার চারপাশে পাক খেতে থাকবে। সেই সঙ্গে ধীরে ধীরে গতি কমিয়ে ‘চন্দ্রযান’ চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরের মধ্যে চলে আসবে। ওর কারণ হল, পৃথিবীর চেয়ে চাঁদের আকর্ষণবল ছয় গুণ কম। এর পরেই আসল পরীক্ষা অপেক্ষা করছে।

আগামী ২৩ অগস্ট সন্ধ্যা ৫টা ৪৭ মিনিট নাগাদ রোভার প্রজ্ঞানকে পেটে নিয়ে অবতরণ’ (সফট ল্যান্ডিং) করার কথা ল্যান্ডার বিক্রমের। অনেকটা পাখির পালকের মতো নামবে সে। চার বছর আগে এই পর্যায়ে এসে ইসরোর ‘চন্দ্রযান-২’ ব্যর্থ হয়েছিল। ইতিমধ্যে ইসরোর এই মহাকাশযান পাঁচ বার সফল ভাবে কক্ষপথ পরিবর্তন করে ফেলেছে।
আরও পড়ুন:

শাবানাকে চুম্বন স্বামী ধর্মেন্দ্রর! অভিমানেই কি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ দেখেননি হেমা?

ইসরো-র পরিকল্পনা অনুযায়ী চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা ‘চন্দ্রযান-৩’ এর। সফল ভাবে ল্যান্ডার বিক্রম যদি চাঁদের মাটি ছুঁয়ে ফেলে তবেই রোভার প্রজ্ঞানকে অবতরণ করাতে পারে। পুরো পর্ব সফল ভাবে মিটলে ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাস অন্য শিখরে পৌঁছবে। সে ক্ষেত্রে আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে ভারত তালিকায় জায়গা করে নেবে।

ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন? যোগাসনেই নিয়ন্ত্রণে থাকবে প্রেশার

আরও পড়ুন:
এদিকে, বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, যদি কোনও ভাবে অঙ্কের ভুলে ‘চন্দ্রযান-৩’ চাঁদের কক্ষপথে পৌঁছতে না পারে, তাহলে সে আবার ফিরে আসবে পৃথিবীর কক্ষপথে। তবে তখন আর তাকে ফের চাঁদে পাঠানোর সম্ভব হবে না। কারণ, ‘চন্দ্রযান-৩’-কে আবার চাঁদের কক্ষপথে পাঠানোর মতো জ্বালানি আর থাকবে না। তখন ‘চন্দ্রযান-৩’-কে ‘লস্ট মিশন’ বলেই ধরে নেওয়া হবে। তাহলে তো পৃথিবীর কক্ষপথেই ‘চন্দ্রযান-৩’ সব সময় ঘুরে থাকবে? বিশেষজ্ঞদের কথায়, তখন ইসরো চেষ্টা করবে মহাকাশযানটিকে পৃথিবীর কক্ষপথ থেকে ভূপৃষ্ঠে ফেরানোর।

গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ থেকে ল্যান্ডার বিক্রম নামার কথা। যদি ল্যান্ডার বিক্রম সফল ভাবে চাঁদের মাটি ছোঁয়ার পরে রোভার প্রজ্ঞানকে ঠিক ভাবে অবতরণ করাতে পারে তাহলে ভারতীয় মহাকাশ অভিযানের নতুন ইতিহাস তৈরি হবে। ইসরো জানিয়েছে, চন্দ্রযান ৩-এর সৌরচালিত ল্যান্ডার বিক্রম আগামী ২৩ বা ২৪ অগস্টের মধ্যে চাঁদের মাটিতে নামতে পারে। সৌরচালিত রোভার প্রজ্ঞান সেখান থেকেই বেরিয়ে চাঁদের মাটিতে নামবে।

Skip to content