শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

শনিবার রবির উদ্দেশে পাড়ি দিয়েছে ইসরোর সৌরযান আদিত্য-এল১। গতকাল এর সফল উৎক্ষেপণ হয়েছে। রবিবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর জন্য ফের ‘সান-ডে’। কেন? আজ রবিবারই প্রথম বার সৌরযানের কক্ষপথ বদলে ফেলেছে ইসরো অর্থাৎ, সৌরযান আদিত্য-এল১।

এ প্রসঙ্গে ইসরো একটি টুইট করেছে। সেখানে জানানো হয়েছে, রবিবার বেলা পৌনে ১২টা নাগাদ আদিত্য-এল১-এর প্রথম বার কক্ষপথ পরিবর্তন করে। ইসরোর টুইট বলছে, ‘‘কৃত্রিম উপগ্রহ আদিত্য-এল১ স্বাভাবিক ভাবে কাজ করছে। কোনও সমস্যা নেই। বেঙ্গালুরু থেকে উপগ্রহের প্রথম কক্ষপথ সফল ভাবে পরিবর্তিত হয়েছে। তবে এখনও ২২,৪৫৯ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, তবেই সে পৃথিবীর টান কাটাতে পারবে। আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টে নাগাদ আদিত্য-এল১ দ্বিতীয় বার কক্ষপথ পরিবর্তন করবে।
আরও পড়ুন:

চাঁদে ১০ দিনেই কাজ শেষ! প্রজ্ঞানকে ঘুম পাড়িয়ে দিলেন বিজ্ঞানীরা, ফের জাগানো যাবে? দিন গুনছে ইসরো

পঞ্চমে মেলোডি, পর্ব-২৭: আশাকে নিয়ে পঞ্চমের সব প্রশ্নের জবাব চিঠিতে জানিয়েছিলেন লতা

পৃথিবীর মাধ্যাকর্ষণের অধীনে সৌরযানটিকে মোট পাঁচটি কক্ষপথ পরিবর্তন করতে হবে। প্রতি ধাপেই এই সৌরযানের গতি একটু একটু করে বাড়বে। পাঁচ বার কক্ষপথ বদলের পর আদিত্য-এল১ পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরিয়ে যাবে। অবশ্য এর জন্য আদিত্য-এল১-এর সময় লাগবে ১৫ থেকে ১৬ দিন। আদিত্য-এল১-এর সূর্যের কাছাকাছি ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছে আরও ১১০ দিন লাগবে। সৌরযানটি ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছে সূর্যকে পর্যবেক্ষণ করবে। এটি ভারতের প্রথম সূর্য অভিযান।

Skip to content