শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র। ছবি: ডিরডিও।

অগ্নি-৫-এর পর এ বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-এর পরীক্ষা করল ভারত। ওড়িশার চাঁদিপুরের উপকূল থেকে মঙ্গলবার পরীক্ষা চালানো হয় পৃথ্বী-২-এর। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, একেবারে নির্ভুল ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র প্রায় ৩৫০ কিলোমিটার দূরে থাকা শত্রু নিখুঁত ভাবে আঘাত হানতে সক্ষম।
প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পৃথ্বী-২ স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে ১০ জানুয়ারি মঙ্গলবার সফল ভাবে ‘পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়েছে।’’ বিবৃতিতে এও বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র দেশের পারমাণবিক শক্তির অবিচ্ছেদ্য অংশ। এটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পৃথ্বী-২ প্রায় নির্ভুল ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।’’
আরও পড়ুন:

সপ্তাহ শেষে কমবে ঠান্ডা, শীতের দাপট কি শেষ? হাওয়া দফতরের পূর্বাভাস কী?

গঙ্গাসাগরের ভিড় সামলাতে ১২টি অতিরিক্ত ট্রেন চালাবে রেল, এই প্রথম যাত্রী সুরক্ষায় রেলপথে কেন্দ্রীয় বাহিনীও

উল্লেখ্য, ভারী পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এরও পরীক্ষা করা হয়েছিল ওড়িশার চাঁদিপুরের উপকূল থেকে। ১৫ ডিসেম্বর সেই পরীক্ষাও সফল হয়। উচ্চ প্রযুক্তির অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর নিজস্ব প্রযুক্তিতে প্রস্তুত। ৫ হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ৫ হাজার কিলোমিটার দূরে থাকে লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানতে অগ্নি-৫ খুবই পারদর্শী।

Skip to content