মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

আবার বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী। তবে এবার আর হিরের আংটি নয়, পৃথিবীর আকাশে দেখা যাবে সূর্যগ্রহণের সময়ে সোনার আংটি! আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় এমন দৃশ্য দেখা যাবে। এমনটাই জানিয়েছে নাসা।

হিরের আংটি নয়, সূর্যগ্রহণের সময়ে সোনার আংটি দেখা যাবে পৃথিবীর আকাশে! বৃহস্পতিবার, আগামী ২০ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী, জানিয়েছে নাসা।
এর নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ। ‘হাইব্রিড’ সূর্যগ্রহণের বিশেষত্ব হল, সূর্যের আকৃতির চেয়ে চাঁদের ছায়া ছোট হয়। তাই সূর্যকে চাঁদ একশো শতাংশ আড়াল করতে পারে না। চাঁদকে ছাপিয়ে সূর্যের সোনালি বৃত্ত চারপাশ থেকে দেখা যায়। এর ফলে মাঝখানে ঘন অন্ধকার হয়ে যায়। আর চতুর্দিকে সোনালি বলয়ের সেই সূর্যকে সোনার আংটির মতো দেখতে লাগে। মহাকাশবিজ্ঞানীরা এই দৃশ্যকেই বিরল মহাজাগতিক দৃশ্য বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫৯: প্লেগে কন্যার মৃত্যু, সেই শোক অবনীন্দ্রনাথের ছবিতে পায় ভিন্নতর মাত্রা

অসহনীয় গরম কমবে রাজ্যে, কবে থেকে পারদপতন? স্বস্তির বার্তা হাওয়া দফতরের

এর আগে ২০১৩ সালে এমন সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। তবে মহাকাশবিদেরা জানিয়েছেন, দু’টি ‘হাইব্রিড’ সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের অন্তর থাকে। তাই এমন বিরল দৃশ্যের সাক্ষী হতে বিভিন্ন মহলে উৎসাহ তৈরি হয়েছে। তবে নাসা জানিয়েছে, আগামী ২০ এপ্রিল হাইব্রিড সূর্যগ্রহণ দেখা যাবে শুধু অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ শহর থেকেই।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৩২: কি ‘উপহার’ সাজিয়ে দেব

নিমপাতা খেতে একদমই ভালো লাগে না? এই পাতা কত সমস্যা থেকে মুক্তি দিতে পারে জানা আছে

যদিও অস্ট্রেলিয়ার আরও কিছু জায়গা, নিউজিল্যান্ড, ইস্ট ইন্ডিজ, ফিলিপিন্স এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আংশি সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানা গিয়েছে। ভারতের আকাশে দেখা যাবে না। তবে ভারতীয়রা সরাসরি সম্প্রচারে হাইব্রিড সূর্যগ্রহণ দেখতে পাবেন। ভারতীয় সময়ে ২০ এপ্রিল ভোর ৩টে ৩৪ মিনিট থেকে সকাল ৬টা ৩২ মিনিট পর্যন্ত এই ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ দেখা যাবে। নাসা জানিয়েছে, ২০২৩ সালের এটি প্রথম সূর্যগ্রহণ। চলতি বছরে শেষ সূর্যগ্রহণ হবে আগামী ১৪ অক্টোবরে।

Skip to content