শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


বড়দিনের ছুটির আগে ভালো খবর। হাওড়ার শরৎ সদনে শুক্রবার থেকে চালু হয়ে গেল দেশের প্রথম ত্রিমাত্রিক (থ্রি-ডি) তারামণ্ডল। এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে হাওড়া পুরনিগমের তত্ত্বাবধানে। যদিও নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রায় বছর তিনেক তা বন্ধ অবস্থায় পড়েছিল। অবশেষে আজ শক্রবার থেকে পথ চলা শুরু করল এই তারামণ্ডল। এটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। এই প্রেক্ষাগৃহে লেজার শোয়ের সাহায্যে মহাবিশ্বের নানা গ্রহ-নক্ষত্র নিয়ে অনেক অজানা তথ্য জানা যাবে।
রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম দুর্গাপুজোর আগে তারামণ্ডলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। হাওড়া পুর কর্তৃপক্ষের বক্তব্য, কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এতদিন তা চালু করা সম্ভব হয়নি। সেই সমস্যা মেটার পরে বৃহস্পতিবার তারামণ্ডলের উদ্বোধন হয়। শুরুর দিনে বিশেষ শোয়েরও আয়োজন করা হয়। তবে সর্বসাধারণের জন্য তারামণ্ডলের দরজা খুলে দেওয়া হয় শুক্রবার থেকেই। এত দিন পর্যন্ত কলকাতার বিড়লা তারামণ্ডলই ছিল রাজ্যের একমাত্র তারামণ্ডল। যদিও বিড়লা তারামণ্ডলে কেবল দ্বিমাত্রিক (টু়-ডি) শোই দেখা যায়।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-২১: ‘গুপী গাইন বাঘা বাইন’ শুটিংয়ে সিউড়ির বাঁশবনে দু’ দুটি বাঘ আনিয়েছিলেন সত্যজিৎ

পারদপতন হলেও কলকাতায় এখনও দেখা নেই শীতের! কবে থেকে জমিয়ে ঠান্ডা? জানিয়ে দিল হাওয়া দফতর

এ প্রসঙ্গে হাওড়ার পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর জানিয়েছে, ‘‘হাওড়া এই তারামণ্ডল ভারতের প্রথম থ্রি-ডি (ত্রিমাত্রিক) তারামণ্ডল। প্রেক্ষাগৃহে একসঙ্গে ১০০ জন শো দেখতে পারবেন। মহাকাশের সাম্প্রতিক আবিষ্কার নিয়ে তারামণ্ডলে প্রদর্শনীরও আয়োজন করা হবে। সাধারণ মানুষ মহাকাশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কার নিয়ে অনেক তথ্য জানতে পারবেন। তারমণ্ডলে প্রযুক্তিগত সহায়তায় দেশ-বিদেশের সংস্থা যৌথ ভাবে কাজ করেছে। সেই সঙ্গে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন জাপানি সাউন্ড সিস্টেমও।’’
 

শো কবে এবং কখন দেখা যাবে?

এখন রবিবার ছাড়া প্রতি দিন ৩টি করে শো চলবে। আপাতত দুপুর ৩টে, বিকেল ৪টে এবং ৫টা— ৩টি করে শো চলবে।
 

কতক্ষণের শো?

কর্তৃপক্ষ জানিয়েছেন, তারামণ্ডলে প্রতিটি শো চলবে ২৫ মিনিট ধরে।

আরও পড়ুন:

মহাভারতের আখ্যানমালা, পর্ব-৪৪: বনের পথে গল্প রাশি রাশি— যাত্রাপথ যত এগোয় তত অভিজ্ঞতার ঝুলি ভরে ওঠে পাণ্ডবদের

উত্তম কথাচিত্র, পর্ব-১৩: আশা-যাওয়ার পথের ধারে ‘নবীন যাত্রা’ [১১/০৯/১৯৫৩]

 

কোন কোন ভাষায় শো দেখা যাবে?

বাংলা, ইংরেজি এবং হিন্দি — এই তিনটি ভাষায় শো দেখা যাবে।
 

টিকিটের দাম

শোয়ের জন্য বড়দের টিকিটের দাম ১২০ টাকা করে। পড়ুয়াদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে ৭০ টাকা করে। ছাত্রছাত্রীদের পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।
তবে পুরসভা সূত্রে এও জানা গিয়েছে, স্কুল কর্তৃপক্ষ যদি তাঁদের ছাত্র-ছাত্রীদের একসঙ্গে তারামণ্ডলে শো দেখাতে নিয়ে আসেন তাহলে মাথাপিছু টিকিটের দাম পড়বে ৫০ টাকা করে।

ছবি: সংগৃহীত।


Skip to content