প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ সত্যেন্দ্রনাথ বসুকে ডুডল-এর মাধ্যমে সম্মান জানাল গুগল। ১৯২৪ সালে অর্থাৎ আজ থেকে ঠিক ৯৮ বছর আগে, নোবেলজয়ী বিজ্ঞানী অ্যালবার্ট আইস্টাইনের কাছে কোয়ান্টাম ফর্মুলেশন পাঠিয়েছিলেন সত্যেন্দ্রনাথ বসু। আইস্টাইন খুব দ্রুততার সঙ্গে সেই কোয়ান্টাম ফর্মুলেশনগুলিকে ‘কোয়ান্টাম মেকানিক্স’-এর যুগান্তকারী আবিষ্কার বলে সে সময়ই স্বীকৃতি দিয়েছিলেন সত্যেন্দ্রনাথের অন্যতম কাজ হল অ্যালবার্ট আইস্টাইনের সঙ্গে বোস-আইনস্টাইন স্ট্যাটিক্টিক্স। শনিবার সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণে করেই শ্রদ্ধা নিবেদন করেছে গুগল। সত্যেন্দ্রনাথের জন্ম ১৮৯৪ সালের ১ জানুয়ারি। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সত্যেন্দ্রনাথ। অধ্যাপনার কাজ শুরু করেন ১৯১৭ সালে। রয়্যাল সোসাইটির ফেলো এই বিজ্ঞানী পদ্মবিভূষণে সম্মানিত হন ১৯৫৪ সালে।