শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


চিন ও পাকিস্তানের মনে ভয় ধরিয়ে রাতের অন্ধকারেই অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ করল ভারত। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম উচ্চ প্রযুক্তির এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ৫ হাজার ৪০০ কিমি দূরে লক্ষ্যবস্তুতেও হেলায় আঘাত হানতে পারবে।
কয়কদিন আগে অরুণাচল প্রদেশে তাওয়াং সীমান্তে উত্তেজনা ছড়িয়েছিল। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল চিনা সেনা। তখনই দু’ দেশের সেনার মধ্যে সংঘর্ষ হয়েছিল বলে জানা গিয়েছে। দু’পক্ষের একাধিক সেনা জখম হন। তবে প্রাণহানির ঘটনা ঘটেনি বলে খবর। এ নিয়ে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিবৃতিও দিয়েছেন। আর ওই ঘটনার পরই অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন:

শীতে হেঁচে হেঁচে কুল পাচ্ছেন না? ঘরোয়া উপায়ে হাঁচি থামাবেন কী ভাবে?

ডায়াবিটিস ধরা পড়েছে? হার্ট ভালো রাখতে রোজের রান্নায় কোন তেল কতটা ব্যবহার করবেন? দেখুন ভিডিয়ো

বৃহস্পতিবার অগ্নি-৫ এর রাত্রিকালীন মহড়া সম্পূর্ণ ভাবে সফল হয়েছে। জানা গিয়েছে, দেশের সামরিকক্ষেত্রে উন্নত প্রযুক্তি কতটা কার্যকরী তা খুঁটিয়ে দেখা হয়েছে। আর ভারত এই পরীক্ষায় সফল হয়েছে। এমনকি, অগ্নি ৫-এর পাল্লা দরকার মতো বাড়ানো সম্ভব বলে জানা গিয়েছে। গত বছরই অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ করা হয়েছিল। তখনই ভারতীয় মিসাইলের আওতায় চলে এসেছিল চিনের রাজধানী বেজিং এবং পাকিস্তানের অনেকটা অংশ। এবার ওড়িশা থেকে রাতের অন্ধকারেও অগ্নি ৫-এর সফল উৎক্ষেপণ হল। ২০১৮ সালে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীন এই অগ্নি-৫ শেষ পরীক্ষা হয়েছিল। তৈরির সময়ও মিসাইলটি অনেক বার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তখনও সব কটি ধাপের পরীক্ষায় মিসাইলটি সফল হয়। আর বৃহস্পতিবারও অগ্নি-৫ সম্পূর্ণ ভাবে সফল হয়েছে।

উত্তম কথাচিত্র, পর্ব-১৫: যখন ‘ওরা থাকে ওধারে’

চিতল মাছের তো খেয়েছেন, এবার চিংড়ির মুইঠ্যার স্বাদ নিন, রইল সহজ রেসিপি

অগ্নি-৫ এর সিরিজের মধ্যে অগ্নি ৫ মিসাইল অন্যতম। এটি প্রায় ৫ হাজার কিমি দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। শত্রুঘাঁটি উড়িয়ে দিবে নিমেষে। অগ্নির সিরিজের মধ্যে বেশ কয়েকটি মিসাইল রয়েছে। অগ্নি-১ মিসাইল ৭০০ কিমি দূরে আঘাত হানতে পারে। অগ্নি-২ এর ক্ষমতাও চমকপ্রদ। ২০০০ কিমি দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারবে। অগ্নি-৩ এবং অগ্নি-৪ মিসাইল কমপক্ষে ৩৫০০ কিমি দূরের লক্ষ্যবস্তুকে অনায়াসে আঘাত হানতে পারবে বলে খবর।

Skip to content