শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


চাঁদের আরও কাছে এল চন্দ্রযান-৩। ছবি: টুইটার।

নির্ধারিত সময়েই চন্দ্রযান-৩-এর অবতরণ হবে। এমনটা মনে করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ল্যান্ডারের স্বাস্থ্য একদম ঠিকই আছে। কোনও রকম ত্রুটি ধরা পড়েনি। ল্যান্ডার বিক্রম ইসরো-র পরিকল্পনা মতোই এগোচ্ছে। ইসরো মঙ্গলবার টুইট করে জানিয়েছে।

এ প্রসঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, নির্ধারিত সময়েই ভারতের চন্দ্র অভিযান শেষ হবে। ল্যান্ডার বিক্রমকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইসরো থেকে বুধবার চন্দ্রযান-৩-এর অবতরণের সরাসরি দেখা যাবে বিকেল ৫টা ২০ মিনিট।
এদিকে, সোমবারই কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিংহের সঙ্গে দিল্লিতে গিয়ে দেখা করেছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। তিনি প্রতিমন্ত্রীকে চন্দ্রযান-৩ নিয়ে বিস্তারিত তথ্য তাঁকে জানান। এই মুহূর্তে চাঁদের থেকে ল্যান্ডার বিক্রমের দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। ল্যান্ডার বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে মাটিতে তুলনায় মসৃণ জমি চাই। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এখন তারই সন্ধানে করছে।
আরও পড়ুন:

ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-৭: প্রকৃত শাসক মহারাজ, একটি রাজ্যের আলোয় উত্তরণ

প্রথম আলো, পর্ব-২: পৃথিবীর কোথায় প্রথম হাসপাতাল গড়ে উঠেছিল?

চন্দ্রযান-৩-এর অবতরণ পিছিয়ে যেতে পারে? ইসরোর বিজ্ঞানীরা অবশ্য তেমন সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না। সোমবার ইসরোর আমদাবাদ শাখার ডিরেক্টর নীলেশ এম দেশাই বলেন, তেমন কোনও জরুরি প্রয়োজন হলে বিক্রমের অবতরণ নির্ধারিত দিনে নাও হতে পারে। সে-ক্ষেত্রে আগামী ২৭ অগস্ট অবতরণ অবতরণ করানো হবে। সবই নির্ভর করছে বিজ্ঞানীদের সিদ্ধান্তের উপর করছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার অবতরণের জন্য নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৭: গৃহিণী সারদার প্রথম দক্ষিণেশ্বর আগমন

উত্তম কথাচিত্র, পর্ব-৪৫: কোন আলো লাগলো ‘পুত্রবধূ’-র চোখে

ইসরো আগে থেকেই জানিয়ে দিয়েছে, ল্যান্ডার বিক্রম আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে নামবে। যদিও ডিরেক্টর নীলেশ এম দেশাই জানান, অবতরণের জন্য নির্ধারিত সময়ের দু’ঘণ্টা আগে বিজ্ঞানীরা বিক্রমের স্বাস্থ্যপরীক্ষা করবেন। তাতে যদি দেখা যায় ল্যান্ডার মডিউলে সমস্যা নেই, তাহলে নির্ধারিত সময়েই চাঁদের মাটিতে অবতরণ করবে বিক্রম। আর যদি কোনও সমস্যা দেখা যায়, তাহলে অবতরণ পিছিয়ে দিতে পারে ইসরো। তবে মত বিজ্ঞানীদের মত, ল্যান্ডার বিক্রমের অবতরণ পিছিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না। ইসরোর আধিকারিরা মনে করছেন, বুধবারই নির্ধারিত সময়ে চাঁদের মাটিতে নামবে ল্যান্ডারটি।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content