শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: ইসরো।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩ চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গেল। বৃহস্পতিবার চন্দ্রযান চতুর্থ কক্ষপথ সফল ভাবে পেরিয়েছে। আর এক ধাপ পারলেই চন্দ্রযান-৩ চাঁদের দিকে অনেকটাই এগিয়ে যাবে।
চন্দ্রযান-৩ এখনও অবধি পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যেই আছে। ইসরোর বিজ্ঞানীরা মহাকাশে চন্দ্রযান-৩-এর গতিবিধি নিয়ন্ত্রণ করছেন। পৃথিবীর মাধ্যাকর্ষণের টান কাটাতে ধাপে ধাপে চন্দ্রযান-৩-কে এক ধাক্কা দিয়ে কক্ষপথ বদলানো হচ্ছে। এরকম মোট পাঁচ বার কক্ষপথ পরিবর্তন করতে হবে। দিলেই সম্পূর্ণ ভাবে মাধ্যাকর্ষণের বাইরে চলে যাবে চন্দ্রযানটি।
আরও পড়ুন:

হোমিওপ্যাথি: রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়েছে? বিপদের ঝুঁকি এড়াতে কী করবেন? হোমিওপ্যাথিতে রয়েছে সমাধান

হাত বাড়ালেই বনৌষধি: সুস্থ থাকতে ভরসা থাকুক সপ্তপর্ণী বা ছাতিমে

আরও পাঁচ দিন পর অর্থাৎ আগামী ২৫ জুলাই দুপুর ২টো থেকে ৩টের মধ্যে পঞ্চম বার কক্ষপথ পরিবর্তন করবে ইসরোর এই মহাকাশযানটি। তার পর আর চাঁদের দিকে এগোতে কোনও সমস্যা হবে না। প্রতি ধাপে কক্ষপথ বদলের সঙ্গে সঙ্গে চন্দ্রযান-৩-এর গতিও বাড়ছে। তিরুঅনন্তপুরম থেকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর এস উন্নিকৃষ্ণণ জানিয়েছেন, এখনও পর্যন্ত চন্দ্রযান-৩ নির্বিঘ্নেই এগোচ্ছে। পরিকল্পনা মতো ঠিক পথেই অগ্রগতি হচ্ছে। কোনও রকম সমস্যা হয়নি।
আরও পড়ুন:

বৈষম্যের বিরোধ-জবানি: পর্ব-২৯: পৌরুষ, পুরুষ নির্মাণ, পুনর্নির্মাণ ও কিছু সমস্যা

ভাতে ক্যালোরির পরিমাণ অনেকটাই বেশি, এই ৩ খাবার সাদা ভাতের বিকল্প হিসাবে খেয়ে দেখতে পারেন

শুক্রবার ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ থেকে ল্যান্ডার বিক্রম নামার কথা। যদি ল্যান্ডার বিক্রম সফল ভাবে চাঁদের মাটি ছোঁয়ার পরে রোভার প্রজ্ঞানকে ঠিক ভাবে অবতরণ করাতে পারে তাহলে ইতিহাস তৈরি হবে। ইসরো জানিয়েছে, চন্দ্রযান ৩-এর সৌরচালিত ল্যান্ডার বিক্রম আগামী ২৩ বা ২৪ অগস্টের মধ্যে চাঁদের মাটিতে নামতে পারে। সৌরচালিত রোভার প্রজ্ঞান সেখান থেকেই বেরিয়ে চাঁদের মাটিতে নামবে।

Skip to content