শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

আগামী এপ্রিল মাসেই বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দীর্ঘ ক্ষণ স্থায়ী হবে, এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। এ প্রসঙ্গে বিজ্ঞানীদের বক্তব্য, আগামী ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এই সূর্যগ্রহণ গত ৫০ বছরের মধ্যে দীর্ঘতম হতে চলেছে। দীর্ঘ ক্ষণ সূর্য পুরোপুরি চাঁদের ছায়ায় ঢাকা থাকবে।
একটি নির্দিষ্ট সরলরেখায় পৃথিবী, চাঁদ এবং সূর্য আসার পরে যদি পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে, তখনই গ্রহণ হয়। পৃথিবী ও সূর্যের মাঝে থাকা চাঁদের অবস্থান অনুযায়ী গ্রহণের ধরন নির্ভর করে। সূর্য যদি চাঁদের ছায়ায় পুরোপুরি ঢেকে যায় তাহলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়ে থাকে। আগামী ৮ এপ্রিল এমনটাই হতে চলেছে, অর্থাৎ সেদিন পূর্ণগ্রাস গ্রহণের দৃশ্য দেখা যাবে। এমনকি, ৮ এপ্রিল সোমবার চাঁদের আকারও অন্য দিনের তুলনায় অনেকটা বড় হবে।
আরও পড়ুন:

‘তুমি খুব খারাপ অভিনয় করো’! মনীষাকে কেন বলেছিলেন বিধু বিনোদ চোপড়া?

রাতে কি মুখ ধুয়েই ঘুমোতে যান? এই ৫ ভুল করলেই কিন্তু বারোটা বাজবে ত্বকের

চাঁদ সূর্যের থেকে আকার খুবই ছোট। কিন্তু চাঁদ যেহেতু পৃথিবীর খুব কাছে রয়েছে, সে কারণে তার ছায়া পৃথিবীর দৃশ্যপট থেকে সূর্যকে একেবারেই ঢেকে দেবে। বিজ্ঞানীদের বলছেন, আগামী ৮ এপ্রিল টানা সাড়ে সাত মিনিট আমার সূর্য দেখতে পাবো না। কারণ ওই সময় চাঁদের ছায়ায় ঢেকে থাকবে সূর্য। তার পর একটু একটু করে গ্রহণ কাটে যাবে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৩৯: সুন্দরবনের ব্যাঘ্র-ইতিহাস

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৯: বেশি ঘুম শরীরের পক্ষে ভালো?

বিজ্ঞানীরা এই গ্রহণকে আর পাঁচটা গ্রহণের থেকে অনেকটাই আলাদা মনে করছেন। এ প্রসঙ্গে তাঁদের বক্তব্য, সাধারণত ভাবে এত দীর্ঘ সময় ধরে গ্রহণ চলে না। বড়জোর এক-দু’ মিনিটের মতো সময় চাঁদ সূর্যকে ঢেকে রাখে। এবার সাড়ে সাত মিনিট ধরে সূর্যগ্রহণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আর আগে দীর্ঘ পূর্ণগ্রাস গ্রহণ দেখা গিয়েছিল ৫০ বছর আগে ১৯৭৩ সালে। সে বার আফ্রিকা থেকে ওই সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। ৮ এপ্রিল চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যেতে পারে আমেরিকা, মেক্সিকো-সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি থেকে।

Skip to content