আদিত্য-এল১ মিশনের লক্ষ্য কী?
● আদিত্য-এল১ মিশনের লক্ষ্য হল সূর্যের জলবায়ু, সৌর শিখা, সৌর ঝড়-সহ বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে ইসরো। সেই সঙ্গে পর্যবেক্ষণ করা হবে সূর্য থেকে নির্গত তরঙ্গ, চৌম্বকীয় ক্ষেত্র।
● পৃথিবী ও সূর্যের মাঝে সূর্যের অভিকর্ষ বল, পৃথিবীর অভিকর্ষ বল এবং মহাকাশযানের কেন্দ্রাভিগ বল কাজ করে। ‘ল্যাগরেঞ্জিয়ান পয়েন্ট ১’ বা ‘এল-১’ বিন্দু এমনই একটি অবস্থান যেখানে এই তিনটি বলই পরস্পর বিপরীত ভাবে কাজ করে। ফলে সেখানে ‘আদিত্য-এল১’ স্থির হয়ে থেকে তার কাজ চালিয়ে যেতে পারবে।
● ৭ ধরনের বৈজ্ঞানিক পেলোড থাকবে ‘আদিত্য-এল১’ মহাকাশযানে। যেগুলির সাহায্যে সূর্যকে নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে সূর্যের ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার, সূর্যের বাইরের স্তরের উপর। নজর রাখা হবে অভিযান সফল হলে বিজ্ঞানের আরও এক দরজা খুলে যাবে। ইসরোর কথায়, ‘ল্যাগরেঞ্জিয়ান পয়েন্ট ১’ বা ‘এল-১’ থেকে সূর্যের সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সহজ হবে।