শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


১৯৭২ সালের ৮ জুলাই জন্ম প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সফলতম অধিনায়কদের মধ্যে অন্যতম তিনি। আজ তাঁর ৫০ তম জন্মদিন।

আজকের দিনটা সকাল থেকেই বেহালায় বীরেন রায় রোডের লাল বাড়িটার সামনে প্রচুর ভিড় জমে থাকে। শহরতলি ছাড়িয়ে জেলা থেকেও অনেক অনুরাগীর আগমন ঘটে।

কিন্তু এবার পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গেই লন্ডনে নিজের পঞ্চাশতম জন্মদিন উদযাপন করছেন মহারাজ৷ মধ্যরাতে লন্ডন আইয়ে সৌরভের জন্মদিন উপলক্ষে হাজির ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরাও। শুধু তাই নয়, সেখানে তাঁকে গানের তালে কোমর দোলাতেও দেখা গিয়েছে। বাবার সঙ্গে নেচেছেন সানাও।

সৌরভের জন্মদিনের সেলিব্রেশন অবশ্য আগেই শুরু হয়ে গিয়েছিল। রাতে ফ্ল্যাটেই কেক কাটেন সৌরভ।

জন্মদিন উপলক্ষে বুধবার রাতেই বিসিসিআই সভাপতির দীর্ঘদিনের সতীর্থ তথা বন্ধু সচিন তেন্ডুলকর সস্ত্রীক দেখা করে আসেন সৌরভের সঙ্গে। নৈশভোজ, কেক কাটা সবই হয়। জয় শাহ, রাজীব শুক্লাদের মতো বোর্ড কর্তারাও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ঘনিষ্ঠদের নিয়ে সদলবলে লর্ডসে গিয়ে হাজির হন প্রাক্তন ভারত অধিনায়ক। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের এই ব্যালকনিতে সৌরভের বিখ্যাত জার্সি ঘোরানোর দাদাগিরি! যা আজও ভারতীয় ক্রিকেটে লোকগাথা।

সৌরভের ক্রিকেট জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে রয়েছে লর্ডসের এই মাঠ৷ টেস্ট ক্রিকেটের অভিষেকে এই লর্ডসের মাঠেই শতরান করেছিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা'

সৌরভের জন্মদিন উপলক্ষে জাভেদ আখতার তাঁকে নিয়ে 'হাফ সেঞ্চুরি মার দি ইসনে' নামে একটি কবিতাও লিখেছেন।

আজ সিএবিতে সৌরভের জন্মদিন উপলক্ষে কেট কাটার ব্যবস্থা করা হয়েছে। সৌরভ লন্ডন থেকেই ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে যোগ দেবেন। প্রদর্শিত হবে তথ্যচিত্রও। যেহেতু সৌরভ এখানে নেই, তাই ঠিক হয়েছে সিএবি সচিব তথা সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সিএবি ভাইস প্রেসিডেন্ট নরেশ ওঝাকে দিয়ে কেক কাটানো হবে সন্ধে সাতটায়। অর্ডার দিয়ে তৈরি করা হচ্ছে ছয় পাউন্ডের বিশেষ কেকও।

নেট মাধ্যমে উপচে পড়ছে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা। নানাভাবে সৌরভের জন্মদিন উদযাপন করছেন ভক্তরা। মানুষের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে আপ্লুত সৌরভ।


Skip to content