![](https://samayupdates.in/wp-content/uploads/2022/05/Padma_Bridge-F.jpg)
আগে কলকাতা থেকে ঢাকা যেতে গেলে চারশো কিলোমিটার রাস্তা পার হতে হত। বর্তমানে সেই দূরত্ব কমে দাঁড়াচ্ছে দেড়শ কিলোমিটার। অর্থাৎ জুন মাসের শেষের দিকে কলকাতা থেকে ঢাকা যেতে গেলে যাত্রীদের ২৫০ কিলোমিটার অতিক্রম করতে হবে।
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/05/Padma_Bridge-A.jpg)
অবাক হচ্ছেন তো কীভাবে এটা সম্ভব? গত ১০ বছর ধরে পদ্মা নদীর উপর যে সেতু গড়ে উঠবে তার স্বপ্ন দেখে এসেছে বাংলাদেশ। আজ তাই-ই বাস্তবায়িত হতে চলেছে।
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/05/Padma_Bridge-C.jpg)
আগামী জুন মাসে সর্বসাধারণের জন্য পদ্মা নদীর উপর সেই সেতুটি খুলে দেওয়া হবে। সেতুটির নাম রাখা হয়েছে 'পদ্মা ব্রিজ'। এর ফলে কলকাতা থেকে ঢাকা রেলপথে যেতে সময় লাগবে ৬ থেকে সাড়ে ৬ ঘন্টা।
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/05/Padma_Bridge-B.jpg)
পদ্মা সেতুর ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা বা 'ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং' পৃথিবীর অন্যান্য সব সেতুর থেকে প্রায় হাজার টন বেশি শক্তিশালী। এর জন্য যদি ভূমিকম্পের মাত্রা রিকটার স্কেলে ৯ মাত্রারও বেশি হয়ে থাকে তা হলেও এই সেতুটি কোনও ক্ষতি হবে না।
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/05/Padma_Bridge-D.jpg)