
৫ / ১
মঙ্গলদীপ জ্বালাও আজি।

৫ / ২
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে।

৫ / ৩
জ্বালাও আলো, আপন আলো, শুনাও আলোর জয়বাণীরে।

৫ / ৪
যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো…

৫ / ৫
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো!