শুক্রবার ৫ জুলাই, ২০২৪


রেইন কোয়েল। ছবি: লেখক।

আজকের লেখাটি রেইন কোয়েল (Rain Quail) বা ব্ল্যাক ব্রেস্টেড কোয়েল (Black Breasted Quail) নিয়ে। রেইন কোয়েল একটি ১৫ থেকে ১৭ সেনটিমিটারের ছোট পাখি। এর বিশেষত্ব হল, বর্ষাকালে এদের প্রজনন সময়। এ সময় পুরুষ পাখির প্রজনন চলাকালীন নতুন পালক তৈরি হয় মূলত স্ত্রী পাখিটিকে আকৃষ্ট করার জন্য। একে ব্রিডিং প্লামেজ বলা হয়। অন্যান্য সময়ের তুলনায় পুরুষ পাখিটি দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায়। তাই রেইন কোয়েলের ছবি তোলার এটিই আদর্শ সময়।
আমার সতীর্থ ফটোগ্রাফার মোহিত কুলকার্নি আর আমি মিলে ঠিক করলাম যে, জুলাই মাসের শেষে আমরা সাসওয়াড ওয়াঘাপুরে যাব। এই জায়গাটি পুণেতে, আমার বাড়ির থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। এই জায়গাটির সমস্যা হল, ওখানে যেতে হলে কাঁচা রাস্তা দিয়ে যেতে হয় আর বর্ষাকালে কাদায় গাড়ি আটকে যায়। ‘লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স’ গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তাই মোহিত ওর বন্ধুর উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি নিয়ে এলো যেটা করে আমরা রওনা হলাম সকাল ৬টায়।
আরও পড়ুন:

পাখি সব করে রব, পর্ব-৪: অরুণাচলের সেলা পাসে বরফ পড়তেই ঝাঁকে ঝাঁকে উড়ে এল গ্র্যান্ডেলা পাখি

অমর শিল্পী তুমি, পর্ব-১০: পর্ব-১০: কী উপহার সাজিয়ে দিলে…

মোটামুটি এক ঘণ্টা পরে ওয়াঘাপুরে পৌঁছে আমরা জায়গাটিকে নিরীক্ষণ করা শুরু করলাম। পাঁচ মিনিটের মধ্যেই আমরা পেইন্টেড ফ্রানকুলিনের দেখা পেয়ে গেলাম। ওটা নিয়ে আরেক দিন লিখবো। তাছাড়া ব্ল্যাক হেডেড কুকু শ্রায়ক, গ্রিন বি ইটার, স্কেলি ব্রেস্টেড মুনিয়া, হোয়াইট বেলেড মিনিভেট ইত্যাদি পেলাম। কিছু সাধারণ কোয়েল আর বার বাটনড কোয়েলও পেলাম। কিন্তু রেইন কোয়েলের দেখা নেই।
আরও পড়ুন:

পরিযায়ী মন, পর্ব-৯: সাসারামের ঝর্ণাধারা

রিভিউ: মহাকাশ বিদ্ধ করা রকেটের মতোই শক্তিশালী মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’

দু’ঘণ্টা পেরিয়ে গেল, কিন্তু রেইন কোয়েলের আর দেখা পাচ্ছি না। হঠাৎ বেশ দূরে রেইন কোয়েলের ডাক শুনতে পেলাম আমরা। কিন্তু এত দূরে গাড়ি যাবে না। তাই আমরা পায়ে হেঁটে চলা শুরু করলাম ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে। কিছুক্ষণ ওভাবেই চলার পর ঝোপঝাড় পেরিয়ে খোলা জায়গার এসে পৌঁছলাম। সেখানে কিছু বড় বড় পাথর রাখাছিল। সেখানেই সেই অপূর্ব দৃশ্য দেখলাম রেইন কোয়েলের ডাকের।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪০: ব্রণ হয়েছে? তার মানেই কি লিভার খারাপ?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১৪: সারদা মায়ের বিশ্বাসে জাগ্রতা হল দেবী সিংহবাহিনী

এই লেখায় যে ছবিটি দেখছেন সেটি ওই মুহূর্তের তোলা। আমরা ঝোপের পিছন থেকে ট্রাইপড লাগিয়ে বেশ কিছু ছবি আর ভিডিয়ো তুললাম। চারটে পুরুষ রেইন কোয়েল মিলিত হওয়ার জন্য ডাকছিল। এই ডাকের মাধ্যমেই ওরা স্ত্রী পাখিদের আহ্বান জানায়। প্রচুর ছবি আর ভিডিয়ো তোলার পর আমরা ফিরে এলাম মনে অসীম তৃপ্তি নিয়ে। ফিরে আসতে আসতে ভাবতে লাগলাম এর পরের গন্তব্য কোথায় হবে?

লেখকের ইনস্টাগ্রাম লিঙ্ক: https://www.instagram.com/shuva.wildlifephotographer/
* শুভদীপ সোম (Shuvadip Som), আইটি ডিরেক্টর, পুণের একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। নেশা ফটোগ্রাফি।

Skip to content