সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

আপনার বাড়ির খুদে সদস্যটি যথেষ্ট ছটফটে। তার উপর আবার পোষ্যের খুব শখ। কিন্তু সেই পোষ্য যদি দুরন্ত হয় তাহলে বাড়ির সব কাজ তো মাথায় উঠবেই। সঙ্গে সঙ্গে পরিবারের মানুষজনও অতিষ্ঠ হয়ে উঠবে। তা হলে কি কোনও দিন বাড়িতে চারপেয়ে সদস্যকে আনা সম্ভব হবে না? এ বিষয়ে বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, কুকুরের তো নানা রকম প্রজাতি রয়েছে। পোষ্য কুকুরই হোক বিড়াল, তা দত্তক নেওয়ার আগে কিছু জিনিস যাচাই করে নেওয়া অত্যন্ত প্রয়োজন।
 

মানিয়ে নিতে পারার ক্ষমতা

শুধু পরিবারের মানুষদের সঙ্গে নয়, পোষ্যটি যেখানে থাকবে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে না পারলে তার এবং অভিভাবক, সকলেরই সমস্যা। বড় লোম রয়েছে— এমন পোষ্যকে যদি গরম আবহাওয়ায় রেখে দেওয়া হয়, তাদের শারীরিক সমস্যা বাড়বে। তাই আগে থেকে সেই সব বিষয়ে ভালো করে নজর দেওয়া উচিত।

আরও পড়ুন:

মাইগ্রেনের ব্যথায় কাবু? রাতে ঘুমোনোর আগে এই কাজটি করুন, রেহাই পাবেন যন্ত্রণা থেকে

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

 

স্বভাব কেমন

কোন প্রজাতির কুকুর আনবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের স্বভাব কেমন হয় সেই সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। শান্ত, আদুরে চারপেয়েই যদি পছন্দ হয়, তা হলে গোল্ডেন রিট্রিভার, বিগল, পাগ—এই ধরনের প্রজাতির কুকুর বাড়িতে আনতে পারেন।
 

প্রশিক্ষণ

বাড়িতে পোষ্য রাখতে গেলে তাকে কিছু জিনিসের ট্রেনিং দিতেই হয়। এ ক্ষেত্রে কোন প্রজাতির কুকুর কত তাড়াতাড়ি প্রশিক্ষণ নিতে পারে, সেই বিষয়টিও কিন্তু অত্যন্ত জরুরি।

আরও পড়ুন:

কলকাতায় আসছেন শাকিব! ‘এসকে মুভিজ’-এর নতুন ছবিতে নায়ককে দেখা যাবে?

পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে ছুটবে চন্দ্রযান-৩, চাঁদের নাগালে পেতে শেষ ধাপ পার করবে পাঁচ দিন পর

 

আকারে গুরুত্ব দিন

ছোট অবস্থায় বাড়িতে আনলেও দিনে দিনে সে বেড়ে উঠবে। আকারে বা আয়তনে খুব বেশি বড় হয়ে গেলে প্রতি দিন তার পরিচর্যা করা সম্ভব নাও হতে পারে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের সঙ্গে পাল্লা দেওয়াও মুশকিল হতে পারে। তাই পরিবারের কথা মাথায় রেখে আকারে এবং আয়তনে ছোট পোষ্য আনাই বুদ্ধিমানের কাজ।
 

কতটা দুরন্ত

পোষ্য কতটা ছটফটে হবে তা অনেকটাই নির্ভর করে তাদের প্রজাতির উপর। এমন দুরন্ত, ছটফটে চারপেয়েদের বাড়িতে বসিয়ে রাখা যায় না। নানা রকম শরীরচর্চা, খেলাধুলো, দৌড় ইত্যাদি তাদের করাতেই হয়। সে সব যদি নিজের আয়ত্তে না থাকে সে ক্ষেত্রে শান্ত সদস্য আনাই শ্রেয়।


Skip to content