শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

আমরা সমাজবদ্ধ জীব। একে অন্যের উপর নির্ভর করে চলে আমাদের পথচলা। অন্তরের কুঠুরিতে বন্দি স্নেহ, মায়া, মমতা আমাদের সম্পদ। সেই সম্পদের বন্ধনে বাঁধি অপরকে, করে নিই চির আপন।

পোষ্য তো কেবল প্রাণী নয়, সে বাড়ির একজন সদস্যও। সুতরাং ওদের আদর করা থেকে শুরু করে সুস্বাস্থ্য এবং আনন্দ নিশ্চিত করাটাও আমাদের দরকার। প্রিয় পোষ্যকে পুষ্টিকর খাবার খাওয়ানো থেকে শুরু করে ওদের স্বাস্থ্য বিধির যত্ন নেওয়া, হাঁটতে নিয়ে যাওয়া এবং ওদের সঙ্গে ভালো সময় কাটানো খুবই প্রয়োজন।

এই পোষ্যেরা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। বাড়িতে পোষ্য থাকা ছোটদের জন্যও ভালো। পোষ্যের যত্ন নেওয়া বাচ্চাদের আরও নিরাপদ এবং সক্রিয় হতে সাহায্য করে। পোষ্য বয়স্কদেরও নির্ভরযোগ্য বন্ধু হয়ে ওঠে।

আমরা যখন পোষ্যের অভিভাবকত্ব পালন করছি তখন আমাদের উপর কিছু দায়িত্ব বর্তায়। তাদের বয়স অনুযায়ী সঠিক খাবার খাওয়ানো থেকে শুরু করে ওদের টিকা দেওয়ানো, ব্যায়াম করানো সবটাই প্রয়োজন।

পোষ্যকে সুস্থ রাখতে কী কী করণীয়
পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া
কুকুরের ডায়াবেটিস, থাইরয়েড, এমনকি ক্যানসারের সম্ভাবনাও থাকে।সুতরাং সতর্ক থাকুন এবং পোষ্যের শরীরে এমন কোনো অস্বাভাবিক পরিবর্তন ঘটলে ডাক্তার দেখান।পোষ্যের ত্বক এবং লোমের দিকেও বিশেষ যত্ন নিন।

কিছু মৌখিক স্বাস্থ্য বিধির যত্ন নেওয়া
আপনাকে পোষ্যের দাঁত ও মাড়ির যত্ন নিতে হবে।ওদের দাঁতের স্বাস্থ্যের অবহেলা করবেন না।দাঁত সঠিকভাবে ব্রাশ করান এবং পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দাঁত পরিষ্কার করাতে হবে।

সঠিক ভাবে খাওয়ান
এক একটি কুকুরের পুষ্টির চাহিদা ভিন্ন এবং ৫ মাস বয়সেই তাদের ৭৫ শতাংশ বৃদ্ধি ঘটে,তাই সুষম খাদ্য প্রয়োজন। আপনার পোষ্যকে ক্যালশিয়াম বেশি খাওয়াবেন না কারণ এটি হিপ ডিসপ্লেসিয়া বাড়িয়ে দিতে পারে।

অন্যদের সঙ্গে মিশতে দিন
নিশ্চিত করুন আপনার পোষ্য কুকুরেরও যাতে বন্ধু থাকে এবং বন্ধুদের উপর যেন ঘেউ ঘেউ না করে। যদি কুকুরটি আক্রমণাত্মক হয় তবে পশু চিকিৎসককে জানান। শাস্তি নয় বরং আচরণ পরিবর্তনের মাধ্যমেই এই সমস্যাগুলির সমাধান করতে হবে। প্রিয় পোষ্যকে ফোবিয়া কাটিয়ে উঠতে সাহায্য করুন।

শরীরচর্চা
পোষ্যকে সক্রিয় থাকতে সাহায্য করা অপরিহার্য।আপনি ওদের বেড়াতে নিয়ে যেতে পারেন বা বাড়িতেই ওদের সঙ্গে খেলতে পারেন। পোষ্যকে একেবারেই অলস হতে দেবেন না।

কাছাকাছি এমন কিছু রাখবেন না যাতে পোষ্যের ক্ষতি হয়
যে সব জিনিস থেকে পোষ্যের ক্ষতি হতে পারে সেগুলি বাড়িতে রাখবেন না।আর যদি এরকম কোন জিনিস রাখতে হয় ,সেগুলি উঁচু কোনো জায়গায় রাখুন।পোষ্য যাতে কোনোভাবেই তার নাগাল না পায়।

এই ভাবে যত্ন নিন প্রিয় পোষ্যের।

Skip to content