বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


নর্স মিথলজিতে বলা আছে, এক ডিনারপার্টি ভণ্ডুল করবার জন্য সেখানে আসেন প্রতারণার দেবতা লকি। তিনি আসতে সব আয়োজন ভেস্তে যায়। পাশাপাশি পৃথিবীও অন্ধকারে নিমগ্ন হয়। তিনি পার্টিতে ১৩তম অতিথি হিসেবে প্রবেশ করেছিলেন। অলিম্পাসের দেবতার সংখ্যা ১২ জন। ঘড়িতেও সাধারণত ১২ ঘণ্টার হিসাব দেওয়া থাকে। আমাদের এক বছরেও বারটি মাস আছে। তাই পশ্চিমী দুনিয়ায় ১৩ সংখ্যাটিকে অশুভ মনে করা হয়। পশ্চিমে রীতি অনুযায়ী ফাঁসির মঞ্চে উঠতে গেলে কয়েদিদের ১৩ পা এগোতে হয়। আবার স্পেনের মানুষদের বিশ্বাস ১৩ তারিখের মঙ্গলবারে অশুভ কিছু না কিছু হবেই। তাই তারা বাড়তি সাবধানতা অবলম্বন করে থাকেন। পার্সিদের বিশ্বাস ছিল প্রাচীনকালে ১৩০০০তম বছরে শয়তান ঈশ্বরের সঙ্গে সরাসরি যুদ্ধ করবে। ফলে তখন সারা বিশ্ব কঠিন সমস্যার মুখোমুখি হবে। আর চতুর্দিকে মৃত্যু ধেয়ে আসবে।

Skip to content