ছবি: সংগৃহীত।
মার্শাল আর্ট বর্তমান যুগের বেশ জনপ্রিয় একটি বিষয়। এখন বিভিন্ন বিদ্যালয়গুলোতেও এই মার্শাল আর্টের প্রশিক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। মার্শাল আর্ট শুধু যে আমাদের আত্মরক্ষা করতে শেখায় তাই নয়, বডি ফিটনেস থেকে শুরু করে চরিত্রের গঠন পর্যন্ত সার্বিক বিকাশে সহায়তা করে। পৃথিবীর নানা দেশে নানা ধরনের মার্শাল আর্টের প্রচলন আছে। কিন্তু পৃথিবীর প্রথম মার্শাল আর্ট কোনটি ছিল আজ সেই প্রসঙ্গেই কিছু কথা জেনে নেবো।
কালারিপায়াত্তু। ভারতের কেরালায় প্রথম উদ্ভূত হয়েছিল পৃথিবীর প্রথম এই মার্শাল আর্ট। দুটি মালায়ালাম শব্দ নিয়ে এই শব্দটি গঠিত—’কালারি’ এবং ‘পায়াত্তু’। ‘কালারি’ অর্থ রণভূমি আর ‘পায়াত্তু’ কথার অর্থ মার্শাল আর্টের প্রশিক্ষণ। লোককথা অনুযায়ী, ভগবান শ্রীবিষ্ণুর অবতার পরশুরাম এর স্রষ্টা।
আরও পড়ুন:
প্রথম আলো, পর্ব-৬: পৃথিবীর প্রথম কমিকস ও তার স্রষ্টা কে, জানতেন?
পালকিতে যেতে যেতে লেখা হয়েছিল ‘বর্ণপরিচয়’
এই আর্টের আচার অনুষ্ঠান ও দর্শন হিন্দুধর্মের অন্তর্ভুক্ত। আয়ুর্বেদ চিকিৎসাও এই আর্টের কলাকুশলীদের শেখানো হয়। মানব শরীরের বিভিন্ন প্রেশার পয়েন্ট সম্পর্কে বিশেষ জ্ঞান দান করা হয় প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীদের।
আরও পড়ুন:
পরিযায়ী মন, পর্ব-৭: ভিস্তা ডোমে তিস্তার দেশে
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৫: সুন্দরবনের বিসূচিকা রোগের অধিষ্ঠাত্রী দেবী ওলাবিবি
গুরু-শিষ্য পরম্পরায় চলে শিক্ষা দান। পৃথিবীর অন্যান্য মার্শাল আর্টের থেকে এই আর্টটি একটু স্বতন্ত্র। কারণ এখানে প্রথমে অস্ত্রশিক্ষা ও পরে খালি হাতে যুদ্ধ শেখানো হয়। নাটা নৃত্যশৈলীর আঙ্গুলের বিভিন্ন মুদ্রা এই আর্টে ব্যবহার করা হয়। কথকলি শিল্পীদের মধ্যে যারা কালারিপায়াত্তু জানতো তাদের কদর ছিল সমাজে আলাদা। মনে করা হতো তারাই সর্বশ্রেষ্ঠ।
আরও পড়ুন:
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৮: চল্লিশ পার হলেই নিরামিষ?
অমর শিল্পী তুমি, পর্ব-৮: আমি শুনি গো শুনি তোমারে…
এই আর্টে স্ট্রাইক, কিক, গ্র্যাপলিং, প্রিসেপ্ট ফর্ম, ওপেনরি ও হিলিং মেথড ছিল। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলেই এই আর্ট শিখতে পারতো। অতীতে কেরালার মহিলারাও এর প্রশিক্ষণ নিতেন এবং এখনও অনেকেই নিচ্ছেন। ১৮০৪ সালে ব্রিটিশরা এই মার্শাল আর্ট নিষিদ্ধ করে কোট্টায়াথু যুদ্ধের জন্য। একাদশ শতাব্দীতে ছেলেমেয়ে নির্বিশেষে সকলের জন্যই ৭ বছর বয়স থেকে এই আর্টের প্রশিক্ষণ আবশ্যিক ছিল।
* প্রথম আলো: সোমা চক্রবর্তী (Soma Chakrabarti), শিক্ষিকা, নিমতা জীবনতোষ ঘোষ মেমোরিয়াল গার্লস হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)।