বিদেশে উত্তমকুমার এবং চেম্বুর আরকে স্টুডিয়োতে অমিতাভ বচ্চন। ছবি: প্রতীকী। সংগৃহীত।
।।কেকে।।
উত্তমকুমার বা অমিতাভ বচ্চন সুপারস্টার। বিবাহ-বহির্ভূত নানান সম্পর্কের মুখরোচক গসিপ ঘিরে রয়েছে তাঁদের। কেরিয়ারের আকাশচুম্বী খ্যাতির সঙ্গে সঙ্গে কারণে অকারণে বদনামে জড়িয়ে পড়েন এইসব মহানায়কেরা। আর এইসব সম্পর্ক যেহেতু দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্মতিতে হয় তাই সেসব একান্ত ব্যক্তিগত প্রসঙ্গ। কিন্তু সমাজ সংসারে প্রভাব বাড়লে নানা প্রলোভনে দিকভ্রষ্ট হয়ে পড়ে মানুষ। যাঁদের কথা বলা হল তাঁরা কিন্তু চারিত্রিক কেলেঙ্কারির ছাড়া আর কোনও কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েননি। চিত্রজগতের সম্ভাবনাময় অনেক নায়ক-নায়িকার জীবন কিন্তু নানান কেলেঙ্কারিতে শেষ হয়ে গিয়েছে। ক্রমাগত লড়াই করতে করতে চূড়ান্ত সাফল্য পেয়েছেন। ইন্দ্রিয়ের পরিমিত ভারসাম্য বজায় রাখতে হয়তো ব্যর্থ হয়েছেন। অনেকে বলেন, দাম্পত্যজীবনের অশান্তিই দূর্ভাগ্যজনক পরিণতির কারণ। তবে বিবাহোত্তর শান্তির খোঁজই দাম্পত্য-অশান্তির উৎস নাকি দাম্পত্য-অশান্তির কারণেই তাঁরা শান্তির সন্ধানে কিনা সেটা গবেষণার বিষয়। তবে তাঁরা এসব ত্রুটি-বিচ্যুতি নিজেদের মতো করে সামলে নিতে জানতেন বা জানেন। ছোটকা সামলাতে পারেননি।
দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং, ২য় খণ্ড, পর্ব-১৬: উত্তম-সুচিত্রাকে সহজে দেখা যেত না, তাই তাঁদের প্রেম দেখতে হল-এ ভিড় করতেন উৎসাহীরা
রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৪: ভয়ংকর গর্ভ
ভৌতিক উপন্যাস: মিস মোহিনীর মায়া, পর্ব-২: কপালে জমেছে ঘাম, শুকিয়ে গিয়েছে জিভ, পেছন থেকে ভেসে আসছে গা ছমছমে শব্দ
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬২: প্রথম রবীন্দ্রজীবনী
কথা প্রসঙ্গে মাকে বলেছিলাম—
—ছোটকার একটা সংসার গড়ে দিতে পারলে না।
মা নিজের ঘরে সেই গোলাপ কলস খাটে বসে গল্পের বই থেকে চোখ তুলে বলেছিল—
—বিয়ে দেওয়া যায় না সু! বিয়েটা হয়। ঈশ্বর নির্ধারিত একটা ঘটনা। আগে থেকেই হয়ে থাকে। তোমার বাবার লেখায় পড়েছো না? দাদু তার আর্থিক অবস্থার জন্য কিছুতেই তোমার ঠাম্মিকে বিয়ে করতে চাননি। কিন্তু বিয়েটা হয়েছে। রেলের কামরায় সেই কাকতালীয় দেখাটা না হলে এ বিয়েটা হতো না বা এদের দুজনের বিয়েই অন্য কারও সঙ্গে হতে পারত। তাতো হয়নি। এরকম সনাতনী পরিবারে কলকাতার অত প্রভাবশালী একজন ব্যবসায়ী ফিল্মে অভিনয় করা একটি মেয়ের সঙ্গে তার সাহিত্যিক ছেলের বিয়ে নাই দিতে পারতেন! তা তো হয়নি? ঠিকমানুষের সঙ্গে জুড়ি বেঁধে দেন ঈশ্বর!
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৫: প্রশিক্ষণপ্রাপ্ত নবপ্রজন্ম-মীনমিত্রের পরামর্শে গ্রামগঞ্জেও মাছচাষ বিকল্প আয়ের দিশা দেখাতে পারে
বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১৯: উন্নয়নের কাণ্ডারী নির্ণয়ে পিতৃতান্ত্রিক পক্ষপাতিত্ব
উত্তম কথাচিত্র, পর্ব-৩৪: স্বপ্ন ও দুঃস্বপ্নের ‘রাত-ভোর’
চেনা দেশ অচেনা পথ, পর্ব-১৯: কুরদার ইকো রিসর্ট—অনাবিস্কৃত এক মুক্তা
— তোমার প্রশ্নগুলো আমি পড়তে পারছি সু। তোমার মনে হচ্ছে ফুলকাকা বা কীরা কাকিমা বা ন’কাকা-ন’কাকিমার ক্ষেত্রে এমন হল কেন?
—দেখ মা ওঁদের জেনারেশন নয়। আমাদের জেনারেশনেও।
—আমি জনি সু। সে দুটো ক্ষেত্রেই আমি বোধহয় আমার দায় এড়াতে পারি না।
—সানন্দা তো অমিতাভকে নিজে পছন্দ করেই বিয়ে করেছিল মা।
—কিন্তু মেয়েটা তো আমায় জিজ্ঞেস করেছিল সু। মা হিসেবে আমি না বলতে পারতাম। আর বাবলি-প্রণয়ের বিয়েটা তো।
—বিয়েটা যদি ঈশ্বর নির্ধারিত হয়ে থাকে। আগে থেকেই ঠিক হয়ে থাকে সেখানে তোমার কী করার ছিল। কিন্তু আমার প্রশ্ন ঈশ্বর কেন এমন অঘটন ঘটান?
—কেন এমন হয়? ঈশ্বরের মনে কী আছে? সেটা জগদীশ্বরই জানেন। আসলে কি জানো সু, দুটো অপরিচিত মানুষ বা কিছুদিনের পরিচিত মানুষ দাম্পত্যের পরই পরস্পরকে বুঝতে পারে। দুটো ভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে বড় হওয়া দুটো আলাদা আলাদা ব্যক্তিত্ব, অমিল থাকাটাই তো স্বাভাবিক। নিজেদের অমিলগুলো পছন্দ-অপছন্দগুলো যৌথভাবে মোটামুটি মিলিয়ে নিতে নিতেই জীবনটা এগিয়ে চলতে থাকে। দায়-দায়িত্বের খাতে চলতে চলতে নিজেরা নিজেদের অজান্তেই একে অপরের পরিপূরক হয়ে ওঠে। ভুল বোঝাবুঝি থাকেই সেটা মিটমাট করতে পারলে শান্তি, না পারলে অশান্তি। সমাজে সৎ-অসৎ মানুষ মিশে থাকে সু। সৎ মানুষ কষ্ট পায়। ঠকে যায়। বঞ্চিত হয়। দূর্ভাগ্যের ধাক্কায় লুটিয়ে পড়ে আবার ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায়। অসৎরা বেনিয়ম করে অযোগ্যতা সত্বেও বেশি ভোগ করে। কিন্তু একটা হিসেব দেওয়ার থাকে। সেটা দেবার সময় তাদের ভয়ঙ্কর পরিণতি হয়। আর চোখের সামনে এই পরিণামের প্রমাণ দিতেই ঈশ্বর সমাজে সৎ-অসৎ মিশিয়ে রাখেন। সুখ-শান্তি গড়ে নিতে হয়। তাই ঈশ্বর দাম্পত্য-সুখ খুঁজে পেতেই বোধহয় কিছু কিছু অসম দাম্পত্যের অঘটন ঘটান। অসুখ থেকেই যাতে মানুষ সুখে ফিরতে শেখে।
নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-৩৬: গিরিশচন্দ্রের ‘বিষাদ’ নাটকটি প্রথম অভিনীত হয় এমারেল্ড থিয়েটারে
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৯: পাকা আম খাবেন, নাকি কাঁচা আম?
হেলদি ডায়েট: সুপারফুড চিয়া সিডের এই সব জরুরি পুষ্টিগুণের কথা জানতেন?
বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৯: ফেরেন্তস পুসকাস: দুটি দেশের হয়েই বিশ্বকাপ খেলেছেন
—আমার উত্তরটা হয়তো একটু অন্যরকম শোনাবে সু। কিন্তু বিশ্বাস করো আমি যুক্তি দেবার জন্য কথাগুলো বলছি না। আমি আমার নিজের বিশ্বাস থেকে উপলব্ধি থেকেই বলছি। সানন্দা বসুন্ধরা ভিলায় না জন্মালে হয়তো কম্প্রোমাইজ করতে পারত। আবার বসুন্ধরা ভিলার মতো একটা বাড়িতে নন্দার বিয়ে হলেও হয়তো এই পরিণতি হত না।
আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে মা বলে উঠল।
—আমি আরও একটু বুঝিয়ে তোমায় বলছি। আমি একথা বলছি না যে আমার মেয়ে সা একজন সফল গাইনি, স্বাবলম্বী। তাই সে তার স্বামী ডাক্তার অর্কপ্রভ দাশগুপ্তকে ডিভোর্স দিয়ে আলাদা বাড়ি নিয়ে থাকছে। নন্দার জেদ আত্মমর্যাদা তাকে বসুন্ধরা ভিলায় ফিরতে দেবে না। তোমার বাবা বা আমি তো দূরের কথা তোমার দাদু আমাদের শ্রদ্ধেয় শ্বশুরমশাই নিজে তাঁর নাতনিকে বলেছিলেন বসুন্ধরা ভিলায় ফিরে আসতে। দাদুর পায়ে হাত রেখে আমার সামনে নন্দা এমন একটা কথা বলল যা শুনে শ্রদ্ধেয় বিনয়কান্তি দত্তের মতো মানুষও কিছু বলতে পারেননি।
—নন্দা কি বলেছিল মা?—চলবে
ছবি: সত্রাগ্নি।
বসুন্ধরা এবং… ২য় খণ্ড/পর্ব-১৮
গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম
‘সময় আপডেটস’-এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন৷ বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন৷ ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না৷ গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে৷ ইমেল: samayupdatesin.writeus@gmail.com