ছবি: প্রতীকী। সংগৃহীত।
পরামর্শ দিয়েছেন সাহেলী গঙ্গোপাধ্যায়, কনসালট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমরি হাসপাতাল, কলকাতা। সমস্যা নিয়ে সব প্রশ্নের উত্তর জানতে ভিডিয়ো ক্লিপটি দেখুন।
আরও পড়ুন:
ভিতর বাহিরে অন্তরে অন্তরে: আপনার সন্তান কি অমনোযোগী?
দশভুজা: আমি বনফুল গো: তিনিই ছিলেন ভারতীয় ছবির প্রথম সিঙ্গিং সুপারস্টার/১
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬০: রাতদুপুরে বিপন্নকে বাঁচাতে হাটখোলার পাট আড়তের টাকা এসেছিল জোড়াসাঁকোয়
খাবার টেবিলের কাছে তো আর টিভি থাকে না। অগত্যা টিভি-র সামনে বসে খাওয়াতে হচ্ছে। একা খেতে দিলে কোনও দিনই ও পরিষ্কার করে খায় না। ছড়িয়ে ছিটিয়ে খায়। খাওয়ার নষ্ট করে। পেট ভোরে খায় না। ওকে খাওয়াতে গিয়ে এক প্রকার যুদ্ধ করতে হয়। ও কি মোবাইল অ্যাডিকশনের শিকার? না কি নিত্যদিন ওর জন্য যেসব খাবার তৈরি হচ্ছে সেখানেই গলদ থেকে যাচ্ছে? খাবারে নতুনত্ব পাচ্ছে না বলে এরকম করছে? কী ভাবে ওর এই সব অভ্যাসে বদল আনবো?
প্রশ্ন প্রেরকের পরিচয়: নাম প্রকাশে অনিচ্ছুক।
প্রশ্ন পাঠাবার জন্য ইমেইল: samayupdates.mentalhealth@gmail.com
প্রশ্ন প্রেরকের পরিচয়: নাম প্রকাশে অনিচ্ছুক।
* ভিতর বাহিরে অন্তরে অন্তরে (Menthal health and awareness) : লেখিকা সাহেলী গঙ্গোপাধ্যায় কনসালট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমরি হাসপাতাল, কলকাতা।