শনিবার ৫ অক্টোবর, ২০২৪


ছবি: প্রতীকী

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক যুবক। নারকেলডাঙা, হরিদেবপুর, উলুবেড়িয়ার পর এ বার ঘটনাটি ঘটেছে ট্যাংরাতে। ওই যুবকের ট্যাংরা থানা এলাকায় পুলিন খাটিক রোডে একটি খাবারের দোকান ছিল। মঙ্গলবার সেই দোকান থেকে বেরনোর সময় শাটারের লোহার ফ্রেমে হাত পড়তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বান্টি হালদার। ৩৫ বছর বয়স। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ। বান্টি তাঁর খাবারের দোকানে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সে সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে দোকানে আগুন লেগে যায়। বান্টি বং তাঁর সঙ্গীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। তখনই দোকান থেকে বেরনোর সময় শাটারের ফ্রেমে হাত লেগে বান্টি বিদ্যুৎস্পৃষ্ট হন।
উল্লেখ্য, কলকাতায় গত দু’সপ্তাহে মধ্যে এই নিতে তৃতীয় বার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। বাতিস্তম্ভে হাত লেগে হরিদেবপুর ও নারকেলডাঙায় দু’টি শিশুর মৃত্যু হইয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। হাওড়ার উলুবেড়িয়াতেও বিদ্যুতের তারে সাইকেলে জড়িয়ে যাওয়ায় এক যুবকের মৃত্যু হয়। এর পর ট্যাংরার ঘটনাটি ঘটল।

Skip to content