শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

রবিবারও স্যাঁতসেঁতে আবহাওয়া। আকাশের মুখ ভার। মনে হচ্ছে, এই বুঝি ঝমঝমিয়ে বৃষ্টি নামল বলে! বাংলা জুড়েই আগামী সপ্তাহ কমবেশি এ রকমই আবহাওয়া থাকবে। বেশ কয়েকটি জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে এও জানানো হয়েছে, একাধিক এলাকায় আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকবে। পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন পাঁচেক গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার পারদের তেমন পরিবর্তন হবে না। এর অর্থ হল, এখনই ঠান্ডা জমিয়ে ব্যাটিং করবে বাংলা জুড়ে।
হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কমবেশি শুষ্কই থাকবে। যদিও দক্ষিণের সব জেলাই কুয়াশাচ্ছন্ন থাকবে। আকাশ থাকবে মেঘলা। এখনই চড়া রোদের দেখা মিলবে না। সেই সঙ্গে জানানো হয়েছে, ঘন কুয়াশার জেরে যান, ট্রেন ও বিমান চলাচল খানিক ব্যাহত হতে পারে। ফলে নিত্যযাত্রীরা সমস্যায় পড়তে পারেন।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ২৪ পরগনা, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সঙ্গে আকাশ কুয়াশাচ্ছন্নও থাকতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার হালকা বর্ষণ হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও অংশে। দক্ষিণবঙ্গে জুড়ে শীতের আমেজ প্রায় একই রকম থাকবে। কারণ আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার পারদে তেমন হেরফের হবে না। ফলে আপাতত তাপমাত্রা বাড়বে না।
আরও পড়ুন:

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

এদিকে হাওয়া দফতর জানিয়েছে, সোমবার উত্তরবঙ্গে ৮টি জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং এবং কালিম্পঙে। বুধবারও দার্জিলিং এবং কালিম্পঙ ভিজতে পারে। তবে উত্তরের অন্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের আট জেলায় আগামী বৃহস্পতিবারও আপাতত বর্ষণের সম্ভাবনা নেই। তবে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে। সঙ্গে কনকনে ঠান্ডাও থাকবে। হাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার পারদের তেমন পরিবর্তন হবে না।

Skip to content