শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত

ছত্তীসগঢ়ের কাছে পৌঁছে গিয়েছে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। ওড়িশা উপকূল পেরিয়ে যাওয়ায়, সেখানে বৃষ্টির সম্ভাবনা কমেছে। যদিও বাংলায় আপাতত বৃষ্টির কমছে না। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও আকাশের মুখ ভার থাকবে। শুক্রবারও নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কয়েকটি মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

সন্তানের দ্রুত বুদ্ধির বিকাশ হয় আদর করলে, বলছে গবেষণা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৩: সুন্দরবনের গ্রামরক্ষক দেবতা আটেশ্বর

কয়েক দিন ধরে বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। শুক্রবার সকালেও কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া দফতর জানিয়ে, উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের জন্য কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হচ্ছে। এদিকে একটি মৌসুমি অক্ষরেখা ঝাড়খণ্ড থেকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। পাশাপাশি নিম্নচাপের ফলে জলীয় বাষ্পের জোগানও বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-২৮: প্যায়ার করনে ওয়ালে প্যায়ার করতে হ্যায় শান সে— আশার কণ্ঠ ও আরডি-র সুর, অনবদ্য

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৭২: প্রজননক্ষম মাছের চাষে মুনাফা ভালো, তবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে?

মূলত মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া ফলায় বাংলার কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। নিম্নচাপ এখন ছত্তীসগঢ়ের কাছাকাছি অবস্থান করলেও দক্ষিণবঙ্গে আরও এক-দু’দিন ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় শুক্রবার দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর।

Skip to content