মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


ছবি প্রতীকী

কয়েকদিন বাদে রবিবার বড়দিন। নতুন বছর শুরু হতেও বেশি দেরি নেই। অথচ এখনও কনকনে ঠান্ডার দেখা নেই। টানা কয়েক দিন পারদও ঊর্ধ্বমুখী ছিল। যদিও বুধবারের তুলনায় বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অল্প কমেছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন পারদ ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রার কিছুটা কম।
বুধবার কলকাতায় এই তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিক তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস কম। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
আরও পড়ুন:

কিম্ভূতকাণ্ড, পর্ব-৪: ধোঁয়ার কুণ্ডলী, ভাসমান রূপোর খড়ম, সাদা সিল্কের ধুতি, সাদা দাড়ি—চোখে কালো চশমা

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে চিন! মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠন করা হল নতুন করোনা নজরদারি কমিটি

আবহাওয়া দফতর এও জানিয়েছে, আরও এক দিন শীতের শিরশিরানি ভাব অনুভূত হবে বাংলায়। তার পরে বাংলায় উত্তুরে হাওয়ার তীব্রতা কমবে। ফলে প্রভাব পড়বে তাপমাত্রার ওঠানামায়। আগামী ২ দিন সকালের দিকে কুয়াশা থাকবে। বেলার দিকে তা ধীরে ধীরে কেটেও যাবে। আকাশ ঝকঝকে থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে হাওয়া অফিস আরও জানিয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কয়েক দিনে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

Skip to content