শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

মুহূর্তে মুহূর্তে চরিত্র বদলে ফেলছে চলতি বছরের শীতের মরসুম। পারদ এই ঊর্ধ্বমুখী তো ফের নিম্নমুখী। যদিও গত দু’দিন তাপমাত্রা নিম্নমুখী ছিল। শুক্রবারও কলকাতার পারদ কিছুটা কমেছে। শুক্রবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিক। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আকাশ পরিষ্কারই থাকবে, বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

স্বস্তি, সাঁতরাগাছি সেতু খুলে গেল শুক্রবার ভোর থেকে, অবসান এক মাসের যাত্রী ভোগান্তির

স্কুলশিক্ষকদের জন্য কড়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল পরিচালনা নিয়ে রয়েছে একঝাঁক নির্দেশ

উত্তরবঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। বেশির ভাগ জায়গা ঘন কুয়াশায় ধেকেছে। চা বাগান এবং পাহাড়ি এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি। শুক্রবার ডুয়ার্সের সর্বনিম্ন পারদ ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার কুয়াশায় জাতীয় সড়কগুলি ঢেকে যায়। সকালেও গাড়ির আলো জ্বালিয়ে যাতায়াত করছেন গাড়ি চালকেরা। ঘন কুয়াশার জন্য দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

খাই খাই: বাড়িতেই চিকেন ভর্তা বানাতে চান? জেনে নিন সহজ রেসিপি

টুইটার অ্যাকাউন্ট আছে? এ বার নিয়ম ভাঙলেই সাতদিন বন্ধ থাকবে অ্যাকাউন্ট! জানিয়ে দিলেন মাস্ক

হাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। তাই বাংলায় উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাবে। হাওয়ায় জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। স্বাভাবিক ভাবে পারদও ঊর্ধ্বমুখী। আবহবিদদের বক্তব্য, আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে। পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে বড়দিনে শীতের শিরশিরানি ততটা নাও থাকতে পারে।

Skip to content